শাপলা ও গণঅভ্যুত্থানের গণহত্যার বিচারসহ ৭ দফা দাবিতে বিক্ষোভ

স্টাফ রিপোর্টার
প্রকাশ : ১৮ সেপ্টেম্বর ২০২৫, ১৮: ৩৭

শাপলা চত্বর ও ২৪শে গণঅভ্যুত্থানের গণহত্যার বিচারসহ মোট সাত দফা দাবি জানিয়েছে বাংলাদেশ খেলাফত আন্দোলন। বৃহস্পতিবার জাতীয় প্রেসক্লাবের সামনে আয়োজিত বিক্ষোভে সমাবেশ থেকে এই দাবিগুলো জানানো হয়েছে।

দাবিগুলো হলো—জুলাই সনদের আইনি ভিত্তি প্রতিষ্ঠা, শাপলা চত্বর এবং ২৪শে গণঅভ্যুত্থানের গণহত্যার বিচার, নির্বাচনে লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিতকরণ, বিদেশে পাচার হওয়া টাকা ফেরত এবং প্রাথমিক বিদ্যালয়ে ধর্মীয় শিক্ষক নিয়োগ দিতে হবে।

বিজ্ঞাপন

এসময় বক্তারা বলেন, দেশের জনগণ ও ইসলামের স্বার্থে উত্থাপিত এসব দাবি বাস্তবায়নে সরকারকে দ্রুত উদ্যোগ নিতে হবে। এছাড়া দাবিগুলো মানা না হলে দেশব্যাপী আরও কঠোর আন্দোলন গড়ে তোলা হবে বলেও হুঁশিয়ারি দেন তারা।

খেলাফত আন্দোলনের নায়েবে আমীর মাওলানা মুজিবুর রহমান হামিদী বলেন, বিগত ফ্যাসিস্ট সরকার আলেম সমাজসহ সর্বস্তরের মানুষের ওপর জুলুম-নির্যাতন চালিয়েছে। শাহবাগ, ২১ সালের হত্যা এবং ২৪ সালের আন্দোলনের হত্যাকাণ্ডের বিচার আজও হয়নি। একই সঙ্গে বিদেশে পাচার হওয়া হাজার কোটি টাকা ফেরত আনার উদ্যোগও ব্যর্থ হয়েছে।

তিনি আরো বলেন, প্রাথমিক বিদ্যালয়ে নাচ-গানের শিক্ষক নিয়োগের উদ্যোগ জনগণের চাহিদার বিপরীতে। অবিলম্বে এই প্রজ্ঞাপন বাতিল করে প্রশিক্ষণপ্রাপ্ত আলেমদের ধর্মীয় শিক্ষক হিসেবে নিয়োগ দিতে হবে। পাশাপাশি আগামী নির্বাচনে সেনাবাহিনীকে ম্যাজিস্ট্রেসি ক্ষমতা দিয়ে নিয়োগ দিতে হবে, যাতে একটি অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠিত হয়।

খেলাফত আন্দোলনের সাংগঠনিক সম্পাদক মুফতি সুলতান মহিউদ্দিন বলেন, ইসলাম বিরোধীদের আইনের আওতায় আনা, শাপলা ও ২৪শে গণহত্যার বিচার, এবং আলেমদের ধর্মীয় শিক্ষক হিসেবে নিয়োগসহ সাত দফা দাবিতে আজকের এই কর্মসূচি পালন করছি। দেশের মানুষ নতুন কোনো ফ্যাসিবাদ চায় না; আগামী নির্বাচনে ইসলামপন্থীদের ক্ষমতায় দেখতে চায়।

বিক্ষোভ সমাবেশে খেলাফত আন্দোলনের সহকারী মহাসচিব মাওলানা ফিরোজ আশ্রাফী ও যুগ্ম সম্পাদক মাওলানা রুকুনুজ্জামানসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত