রাজধানীতে দুষ্কৃতিকারীদের গুলিতে পথচারী আহত

স্টাফ রিপোর্টার
প্রকাশ : ১১ আগস্ট ২০২৫, ০১: ৩৯

রাজধানীর সবুজবাগ বাইগদিয়া নুনের টেক এলাকায় দুষ্কৃতিকারীদের গুলিতে মনির হোসেন (৪৬) নামে এক নিরাপত্তাকর্মী এক পথচারী আহত হয়েছেন। রোববার সন্ধ্যায় এ ঘটনা ঘটে।

ঢামেক হাসপাতালে নিয়ে আসা পরিচিত এক সাইদুল ইসলাম বলেন, আহত মনির খিলগাও সিপাহীবাগ দক্ষিণ গোড়ান এলাকায় থাকেন। পেশায় তিনি নিরাপত্তাকর্মী।

বিজ্ঞাপন

আহতের বরাদ দিয়ে তিনি বলেন, আজ বিকেলে তারা কয়েকজন মিলে বাইকদিয়া এলাকায় গোসল করতে গিয়েছিলেন। সেখান থেকে হেঁটে আসার পথে বাইকদিয়া এলাকায় কে বা কারা মোটরসাইকেল থেকে গুলি ছুড়ে এতে সে কোমরে বিদ্ধ হয়।

তিনি বলেন, ঐ পথের পাশেই গন্ডগোল চলচ্ছিল। সেখান থেকে তাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে প্রথমে স্থানীয় হাসপাতাল হয়ে মুগদা জেনারেল হাসপাতাল, পরে সেখান থেকে রাত সাড়ে ৯ টায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বিষয়টি নিশ্চিত করে ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক ফারুক বলেন, বিষয়টি সংশ্লিষ্ট থানায় অবগত করা হয়েছে।

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত