ঢামেকে জন্ম নেয়া ৬ নবজাতকের মধ্যে ৫ জনের মৃত্যু

স্টাফ রিপোর্টার
প্রকাশ : ১৫ সেপ্টেম্বর ২০২৫, ১৯: ২৪

ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে এক সঙ্গে জন্ম নেয়া ছয় সন্তানের মধ্যে পাঁচ জনই মারা গেছে। রোববার সকালে ঢামেক হাসপাতালে জন্ম নেয়ার পর থেকে সোমবার দুপুর পর্যন্ত বিভিন্ন সময়ে চিকিৎসাধীন অবস্থায় ঢামেক হাসপাতাল ও বেসরকারি হাসপাতালে একে একে পাঁচ নবজাতকের মৃত্যু হয়েছে।

বিষয়টি নিশ্চিত করেন, নবজাতকদের মা মোকসেদা আক্তার প্রিয়া'র ননদ লিপি বেগম। তিনি বলেন, চিকিৎসাধীন থাকা জীবিত শিশুটির অবস্থাও ভালো নয়।

বিজ্ঞাপন

গত রোববার সকালে ঢামেক হাসপাতালের গাইনি বিভাগে নরমাল ভাবে তিন ছেলে ও তিন মেয়ে শিশুর জন্ম দেন নোয়াখালী জেলার সেনবাগ উপজেলার খাজুরিয়া গ্রামের কাতার প্রবাসী মো: হানিফ এর স্ত্রী মোকসেদা আক্তার প্রিয়া।

তখন চিকিৎসকরা জানিয়ে ছিলেন, অপরিপক্ক ভাবে ২৭ সপ্তাহে নরমাল ভাবে তিন ছেলে ও তিন মেয়ে শিশু জন্ম নেয়ায় এবং তাদের ওজন খুবই কম ছিলো। ফলে তাদের সকলে অবস্থাই ছিল আশঙ্কাজনক।

তাই জন্মের পর পর, তাদের কে রাখা হয়, নবজাতক বিভাগে আইসিইউতে। ঢামেক হাসপাতালে তিন জন এবং বাহিরের একটি হাসপাতালে তিন জনকে আইসিইউতে রাখা হয়। প্রথমে ঢামেক হাসপাতালে একজন, পরে একে একে বিভিন্ন সময়ে দুই হাসপাতালে চিকিৎসাধীন থেকে পাঁচ জন মারা যায়।

ইসলামী আন্দোলনের সঙ্গে আইআরআই প্রতিনিধি দলের বৈঠক

শুক্র-শনিবারও চলবে বিমানবন্দরের শুল্কায়ন কার্যক্রম

প্রধান উপদেষ্টার আদেশে জুলাই সনদের আইনি রূপ দিতে হবে

নভেম্বরের মধ্যে তিস্তা মহাপরিকল্পনা শুরুর দাবিতে অবস্থান কর্মসূচি

আইআরআই’র সঙ্গে নির্বাচনের প্রক্রিয়া ও ইসির নিরপেক্ষতা নিয়ে আলোচনা এনসিপির

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত