আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

মেট্রোরেলের লাইনে ‘ব্যাগ’, ২০ মিনিট ট্রেন চলাচল বন্ধ

স্টাফ রিপোর্টার

মেট্রোরেলের লাইনে ‘ব্যাগ’, ২০ মিনিট ট্রেন চলাচল বন্ধ

ঢাকায় মেট্রোরেলের লাইনের ওপর পরিত্যাক্ত ব্যাগ পড়ে থাকার কারণে প্রায় ২০ মিনিট ট্রেন চলাচল বন্ধ রাখতে হয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। এতে ভোগান্তিতে পড়েন যাত্রীরা।

বিজ্ঞাপন

মঙ্গলবার পৌনে চারটার দিকে সচিবালয় ও মতিঝিল মেট্রো স্টেশনের মাঝখানের অংশে লাইনের ওপর ব্যাগটি পড়ে থাকতে দেখা যায় বলে এক বিবৃতিতে জানিয়েছে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল)।

দুর্ঘটনা এড়ানোর জন্য তখনই ট্রেন চলাচল বন্ধ করে দেওয়া হয় বলে জানানো হয়েছে। প্রায় ২০ মিনিট পর ব্যাগটি অপসারণ করা হলে বেলা চারটা চার মিনিটে পুনরায় ট্রেন চলাচলে শুরু হয়।

এর আগেও বেশ কয়েকবার এ ধরনের ঘটনায় ট্রেন চলাচলে বিঘ্ন ঘটতে দেখা গেছে।

সবশেষ গত শনিবার মেট্রোরেলের লাইনের ওপর একটি ড্রোন পড়ে থাকার কারণে প্রায় নয় মিনিট ট্রেন চলাচল বন্ধ ছিল।

মেট্রোরেলের লাইনের ওপর এ ধরনের কিছু না ফেলার জন্য ঢাকাবাসীর প্রতি একাধিকবার অনুরোধ জানাতে দেখা গেছে ডিএমটিসিএল

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ

এলাকার খবর
Loading...