৪৮তম বিশেষ বিসিএস পরীক্ষায় উত্তীর্ণ সকল চিকিৎসকের নিয়োগের দাবি

স্টাফ রিপোর্টার
প্রকাশ : ১৫ অক্টোবর ২০২৫, ১৭: ৪৯

৪৮ তম বিশেষ বিসিএস পরীক্ষায় উত্তীর্ণ সকল চিকিৎসককে নিয়োগ দেয়ার দাবি জানিয়েছেন ভুক্তভোগী চিকিৎসকরা। বুধবার জাতীয় প্রেসক্লাবে সামনে ‘৪৮তম বিসিএস নিয়োগপ্রত্যাশী সাধারণ চিকিৎসক ফোরাম’ এর আয়োজিত মানববন্ধনে তারা এ দাবি জানান।

বিজ্ঞাপন

তারা বলেন, সরকারি স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানে প্রায় ১২,৯৮০টি চিকিৎসক পদ শূন্য রয়েছে। তৃণমূলের অধিকাংশ জনগোষ্ঠীর একমাত্র অবলম্বন সরকারি স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানসমূহ। কিন্তু ডাক্তার সংকটে সাধারণ জনগণ পর্যাপ্ত সরকারি চিকিৎসা সেবা পাচ্ছে না।

তারা আরো বলেন, আমরা ভাইবা দিয়েছে ৫১০০ জন নিয়োগ প্রত্যাশী। কিন্তু এর মধ্যে ৩ হাজার ১২০ জনকে সহকারী সার্জন পদে চূড়ান্তভাবে সুপারিশ করা হয়েছে। বাদ বাকি যারা আছেন তাদের মধ্যে অনুত্তীর্ণ কেউ আছে কিনা সেটা পিএসসি জানায়নি। তাই আমরা চাই যারা উত্তীর্ণ হয়েছি তাদের সবাইকে যেন নিয়োগের জন্য সুপারিশ করা হয়।

৪৮তম বিশেষ পরীক্ষায় চিকিৎসক নিয়োগ প্রত্যাশী চিকিৎসক ফোরাম এর আহ্বায়ক ডা. সাদমান সামির রাফি বলেন, দেশে প্রায় ১৩ হাজার চিকিকৎসক শূন্যপদ রয়েছে। উত্তীর্ণ সকল চিকিৎসককে নিয়োগ দিলে কোনো সমস্যা হবে না, বরং জনগণ উপকৃত হবে। তাছাড়া এত বেশি শূন্য পদ থাকার পরও নিয়োগ প্রদানে কেন তালবাহানা তা বোধগম্য নয়। আমরা চাই ৪৮তম (বিশেষ) বিসিএস-এ লিখিত ও মৌখিক পরীক্ষায় উত্তীর্ণ সকলকে যেন দ্রুত নিয়োগ প্রদানে সংশ্লিষ্ট দপ্তর কার্যকারী পদক্ষেপ গ্রহণ করে। এসময় নিয়োগ প্রত্যাশী সকল চিকিৎসকরা উপস্থিত ছিলেন

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত