আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

এবার নগরভবনে প্রশাসনিক কাজ শুরু করলেন ইশরাক

স্টাফ রিপোর্টার
এবার নগরভবনে প্রশাসনিক কাজ শুরু করলেন ইশরাক

আন্দোলনের পাশাপাশি চলমান নাগরিক সেবাও মশক নিধন অভিযানের জন্য প্রস্তুত স্প্রে-ম্যানরা। ইশরাক হোসেন নিজেই এ কর্মসূচির উদ্বোধন করলেন। কিছুক্ষণের মধ্যেই সেখানে বিএনপি নেতা ইশরাক হোসেনের যোগদানের কথা রয়েছে।

বিজ্ঞাপন

এদিকে ইশরাক হোসেনকে মেয়রের দায়িত্ব বুঝিয়ে দেয়ার দাবিতে নগর ভবনের সামনে অবস্থান কর্মসুচি পালন করছেন ইশরাক সমর্থকরা। প্রতিদিনের মতো আজ বুধবার বেলা ১১টা থেকে এ কর্মসুচি শুরু হয়।

nagur bhobon

এর আগে সকাল থেকে বিভিন্ন এলাকা থেকে মিছিল নিয়ে নগর ভবনে আসছেন ঢাকাবাসি। মিছিল থেকে স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজিব ভূঁইয়ার পদত্যাগে নানা শ্লোগান দিতে থাকেন। একই সাথে ইশরাক হোসেনকে মেয়রের দায়িত্ব বুঝিয়ে দেওয়ার দাবিতেও শ্লোগান দেন তারা।

সোমবার (১৬ জুন ) নগর ভবনের কনফারেন্স রুমে একটি সভা করেছেন ইশরাক হোসেন। নগরভবনে এটিই তার প্রথম সভা। যেই সভার ব্যানারে ইশরাক হোসেনের নামের সঙ্গে ‘মাননীয় মেয়র’ লেখা ছিলো।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
খুঁজুন