আলোচনা সভায় অধ্যাপক লতিফ
স্টাফ রিপোর্টার
পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক ড. আবদুল লতিফ মাসুম বলেছেন, ফ্যাসিবাদের বিপরীতে আমাদের একটি সংস্কৃতি নির্মাণ করতে হবে। সেটি হলো বাংলাদেশের মাটি ও মানুষের সংস্কৃতি। এ দেশের মানুষ যদি আসসালামু আলাইকুম বলে সম্বোধন করে সেটিই হলো আমাদের সংস্কৃতি। কারো কাছ থেকে ধার করে আনা শুভ সকাল, শুভ বিকাল ও শুভ সন্ধ্যা আমাদের সংস্কৃতি নয়।
রোববার জাতীয় প্রেস ক্লাবের তফাজ্জল হোসেন মানিক মিয়া হলে বৈষম্যবিরোধী সৃজনশীল গ্রন্থ প্রকাশক সমিতি আয়োজিত ফ্যাসিবাদী শাসনে নির্যাতিত লেখক-প্রকাশকদের আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
আমাদের সংস্কৃতি জিয়াউর রহমানের সংস্কৃতি উল্লেখ করে তিনি বলেন, ১৯৭৫ সালের ৭ নভেম্বর শিখিয়ে দেওয়া হয়েছিল সমাজতান্ত্রিক বিপ্লব। কিন্তু সৈনিকরা রাস্তায় দাঁড়িয়ে স্লোগান দিয়েছে ‘নারায়ে তাকবির, আল্লাহু আকবার’। চব্বিশের গণঅভ্যুত্থানেও মানুষকে কেউ শিখিয়ে দেয়নি তাকবির ধ্বনি উচ্চারণ করতে, কিন্তু মানুষ তাকবির দিয়েছে। এটিই আমাদের সংস্কৃতি। এটি লালন ও বিকাশের পাশাপাশি প্রচারের জন্য প্রকাশকদের সর্বোচ্চ কাজ করতে হবে।
অনুষ্ঠানে মহাকাল প্রকাশক মৃধা মো. মনিরুজ্জামান বলেন, বিগত ফ্যাসিবাদী শাসনামলে এ দেশের প্রকাশনা শিল্পকে ধ্বংসের দ্বারপ্রান্তে নেওয়া হয়েছিল। এ খাতে হাজার কোটি টাকা বরাদ্দ থাকলেও তার সবটাই লুটপাট করেছেন আওয়ামী এবং ভারতের গোয়েন্দা সংস্থা ‘র’-এর লেজুড়বৃত্তি করা প্রকাশক, কবি, সাহিত্যিকরা। তারা বঙ্গবন্ধু কর্নারসহ অসংখ্য নামে প্রকল্প তৈরি করে টাকা আত্মসাৎ করেন। পক্ষান্তরে ভিন্নমতের প্রকাশকদের এসব প্রকল্পের ওয়ার্ক অর্ডার থেকে বঞ্চিত করে আর্থিকভাবে ভীষণ দুর্বল করে দেওয়া হয়েছে।
প্রধান উপদেষ্টাসহ সব উপদেষ্টার দৃষ্টি আকর্ষণ করে তিনি বলেন, ফ্যাসিবাদবিরোধী এসব প্রকাশক, কবি, লেখকদের টিকিয়ে রাখা ও তাদের জীবন মানের উন্নতির জন্য যদি এখনই কিছু প্রকল্প তৈরি করে উপযুক্ত পদক্ষেপ নেওয়া না হয় তাহলে তারা কালের গর্ভে হারিয়ে যাবেন। তখন আবার ফ্যাসিবাদীদের দখলে চলে যাবে সমগ্র প্রকাশনা জগৎ, যা কোনোভাবেই কাম্য নয়।
বিশেষ অতিথির বক্তব্যে জাতীয়তাবাদী লেখক সমিতির সভাপতি শাহিন রেজা বিএনপি ঘোষিত ৩১ দফা ছড়িয়ে দেওয়ার আহ্বান জানান। বৈষম্যবিরোধী সৃজনশীল গ্রন্থ প্রকাশক সমিতির সভাপতি সাঈদ বারীর সভাপতিত্বে আরো বক্তব্য দেন সুপ্রিম কোর্টের আইনজীবী নাসিম আহমেদ, শিহাব বাহাদুর, আবিদ আজম, ইকবাল হোসেন শানু এসএম মহিউদ্দিন কলি, জগলুল হায়দার, মেহেদী হাসান পলাশ, আকলিমা নাজমা, শাওন আসগর প্রমুখ।
পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক ড. আবদুল লতিফ মাসুম বলেছেন, ফ্যাসিবাদের বিপরীতে আমাদের একটি সংস্কৃতি নির্মাণ করতে হবে। সেটি হলো বাংলাদেশের মাটি ও মানুষের সংস্কৃতি। এ দেশের মানুষ যদি আসসালামু আলাইকুম বলে সম্বোধন করে সেটিই হলো আমাদের সংস্কৃতি। কারো কাছ থেকে ধার করে আনা শুভ সকাল, শুভ বিকাল ও শুভ সন্ধ্যা আমাদের সংস্কৃতি নয়।
রোববার জাতীয় প্রেস ক্লাবের তফাজ্জল হোসেন মানিক মিয়া হলে বৈষম্যবিরোধী সৃজনশীল গ্রন্থ প্রকাশক সমিতি আয়োজিত ফ্যাসিবাদী শাসনে নির্যাতিত লেখক-প্রকাশকদের আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
আমাদের সংস্কৃতি জিয়াউর রহমানের সংস্কৃতি উল্লেখ করে তিনি বলেন, ১৯৭৫ সালের ৭ নভেম্বর শিখিয়ে দেওয়া হয়েছিল সমাজতান্ত্রিক বিপ্লব। কিন্তু সৈনিকরা রাস্তায় দাঁড়িয়ে স্লোগান দিয়েছে ‘নারায়ে তাকবির, আল্লাহু আকবার’। চব্বিশের গণঅভ্যুত্থানেও মানুষকে কেউ শিখিয়ে দেয়নি তাকবির ধ্বনি উচ্চারণ করতে, কিন্তু মানুষ তাকবির দিয়েছে। এটিই আমাদের সংস্কৃতি। এটি লালন ও বিকাশের পাশাপাশি প্রচারের জন্য প্রকাশকদের সর্বোচ্চ কাজ করতে হবে।
অনুষ্ঠানে মহাকাল প্রকাশক মৃধা মো. মনিরুজ্জামান বলেন, বিগত ফ্যাসিবাদী শাসনামলে এ দেশের প্রকাশনা শিল্পকে ধ্বংসের দ্বারপ্রান্তে নেওয়া হয়েছিল। এ খাতে হাজার কোটি টাকা বরাদ্দ থাকলেও তার সবটাই লুটপাট করেছেন আওয়ামী এবং ভারতের গোয়েন্দা সংস্থা ‘র’-এর লেজুড়বৃত্তি করা প্রকাশক, কবি, সাহিত্যিকরা। তারা বঙ্গবন্ধু কর্নারসহ অসংখ্য নামে প্রকল্প তৈরি করে টাকা আত্মসাৎ করেন। পক্ষান্তরে ভিন্নমতের প্রকাশকদের এসব প্রকল্পের ওয়ার্ক অর্ডার থেকে বঞ্চিত করে আর্থিকভাবে ভীষণ দুর্বল করে দেওয়া হয়েছে।
প্রধান উপদেষ্টাসহ সব উপদেষ্টার দৃষ্টি আকর্ষণ করে তিনি বলেন, ফ্যাসিবাদবিরোধী এসব প্রকাশক, কবি, লেখকদের টিকিয়ে রাখা ও তাদের জীবন মানের উন্নতির জন্য যদি এখনই কিছু প্রকল্প তৈরি করে উপযুক্ত পদক্ষেপ নেওয়া না হয় তাহলে তারা কালের গর্ভে হারিয়ে যাবেন। তখন আবার ফ্যাসিবাদীদের দখলে চলে যাবে সমগ্র প্রকাশনা জগৎ, যা কোনোভাবেই কাম্য নয়।
বিশেষ অতিথির বক্তব্যে জাতীয়তাবাদী লেখক সমিতির সভাপতি শাহিন রেজা বিএনপি ঘোষিত ৩১ দফা ছড়িয়ে দেওয়ার আহ্বান জানান। বৈষম্যবিরোধী সৃজনশীল গ্রন্থ প্রকাশক সমিতির সভাপতি সাঈদ বারীর সভাপতিত্বে আরো বক্তব্য দেন সুপ্রিম কোর্টের আইনজীবী নাসিম আহমেদ, শিহাব বাহাদুর, আবিদ আজম, ইকবাল হোসেন শানু এসএম মহিউদ্দিন কলি, জগলুল হায়দার, মেহেদী হাসান পলাশ, আকলিমা নাজমা, শাওন আসগর প্রমুখ।
রাজধানীতে অজ্ঞান পার্টির খপ্পরে পড়ে দুই ক্ষুদ্র কাপড় ব্যবসায়ী ঢামেক হাসপাতাল ভর্তি হয়েছেন। তাদেরকে অচেতন অবস্থায় তাদের উদ্ধার করা হয়। আহতরা হলেন, নরসিংদীর মাদবদী এলাকার ক্ষুদ্র কাপড় ব্যাবসায়ী মো: সজল (৩০), ও আলামিন(২৭)।
৫ ঘণ্টা আগেরাজধানীর শাহজাহানপুর এলাকা থেকে এক অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়েছে। তার নাম পরিচয় জানা যায়নি। তবে অজ্ঞাতনামা পুরুষের বয়স আনুমানিক ৬০ হতে পারে বলে ধারণা করা হচ্ছে।
৫ ঘণ্টা আগেনাগরিকদের কাছে সরকারি সেবা পৌঁছে দিতে রাজধানীতে নতুন তিনটি নাগরিক সেবাকেন্দ্রের যাত্রা শুরু হয়েছে। বুধবার প্রধান উপদেষ্টার ভেরিফায়েড ফেসবুক পেজে দেয়া পোস্টে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
৬ ঘণ্টা আগেমেট্রোরেলের কোনো স্টেশনে গিয়ে কার্ড স্ক্যান করে ভেতরে ঢোকার পর যাত্রা না করে বেরিয়ে গেলে ১০০ টাকা ভাড়া কাটবে মেট্রোরেল কর্তৃপক্ষ। এর আগে কেউ কার্ড স্ক্যান করে স্টেশনের ভেতরে যাওয়ার পাঁচ মিনিটের মধ্যে বেরিয়ে গেলে তাকে কোনো ভাড়া দিতে হতো না। নতুন নিয়মে সেই সুযোগ থাকছে না।
৯ ঘণ্টা আগে