রাজধানীর হাতিরঝিলের চৌধুরীপাড়ায় একটি বাসা থেকে সোনিয়া (১৭) নামের এক গৃহকর্মীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল রোববার দিবাগত রাতে লাশটি উদ্ধার করা হয়।
সোনিয়া ভোলার চরফ্যাশন উপজেলার চর মাইনকা বেপারি বাড়ি গ্রামের মৃত দুলাল বেপারীর মেয়ে। সে পশ্চিম চৌধুরীপাড়ার ইকবাল হোসেনের বাসায় গৃহকর্মীর কাজ করত।
হাতিরঝিল থানার উপপরিদর্শক (এসআই) দীন বন্ধু রায় জানান, গৃহকর্তার মেয়ে ঝুলন্ত অবস্থায় গৃহকর্মীকে দেখতে পেয়ে ৯৯৯ নম্বরে ফোন দেয়। এরপর রোববার দিবাগত রাত সোয়া দুইটার দিকে তার লাশ উদ্ধার করা হয়। আইনি প্রক্রিয়া শেষে লাশ ময়নাতদন্তের জন্য সোমবার সকালে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়।
এসআই জানান, গৃহকর্মী সোনিয়া গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছে বলে ধারণা করা হচ্ছে। অন্য কোনো কারণ রয়েছে কি না, তা ময়নাতদন্তের প্রতিবেদন পেলে জানা যাবে।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

