কার্যক্রম নিষিদ্ধ আ. লীগ ও এর অঙ্গসংগঠনের ১৯ নেতাকর্মী গ্রেপ্তার

স্টাফ রিপোর্টার
প্রকাশ : ০৭ সেপ্টেম্বর ২০২৫, ১৬: ৪৮
আপডেট : ০৭ সেপ্টেম্বর ২০২৫, ১৬: ৪৯

রাজধানীর বিভিন্ন এলাকা থেকে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের ১৯ নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

গ্রেপ্তারকৃতরা হলেন- ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সাবেক সহসভাপতি শেখ ইবনে সাদিক ,গোপাগঞ্জ জেলার সাধারণ সম্পাদক আমির হামজা ,কাফরুল থানা মহিলা আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক নাহিদা নূর সুইটি (৪৮), ছাত্রলীগের মতিঝিল থানা শাখার সহ-সভাপতি মিরাজ সিকদার (২৮), আওয়ামী লীগের সক্রিয় কর্মী মো. বায়েজিদ (৪৫), উত্তরা পশ্চিম থানা শ্রমিকলীগ নেতা মহর আলী (৪০), ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক আমিনুল ইসলাম বিপ্লব (৫৩), কোতয়ালী থানা ৩৫ নং ওয়ার্ড আওয়ামী লীগের মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক নিতাই ঘোষ (৬৫), আওয়ামী লীগের সক্রিয় কর্মী মো. শামীম শিকদার (৪০), বংশাল থানার ৩২ নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক ইমতিয়াজ উদ্দীন সুমিত (২৯), গোপালগঞ্জ সদর উপজেলা ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক মো. সাকিব কাজী (২৪), রুপনগর থানা ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক মো. নাদিম শেখ (২২), যুবলীগ কর্মী মো. রেজওয়ান হাওলাদার (২৯), ঢাকা জেলার দোহার থানা ছাত্রলীগের সভাপতি শাকিল আহমেদ (২৯), খিলগাঁও থানার ৩ নং ওয়ার্ড যুবলীগের প্রচার সম্পাদক জসিম খান (৩০), ৭৪ নং ওয়ার্ডের উত্তর নন্দীপাড়া রসুলবাগ ইউনিট যুবলীগের সদস্য সচিব সামিউল ইসলাম হৃদয় (৩০), ২ নং ওয়ার্ড আওয়ামী লীগের সদস্য আহসান হাবিব (৪২), ২ নং ওয়ার্ড আওয়ামী লীগের সদস্য আমিনুল ইসলাম লিটন (৪৭) ও ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রলীগের সদস্য মো. আমিনুল ইসলাম রিফাত (২৮)।

বিজ্ঞাপন

ডিবি সূত্রে জানা যায়, গত শনিবার বিকেলে থেকে রবিবার দুপুর পর্যন্ত রাজধানীর বিভিন্ন এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

ডিএমপি মুখপাত্র এসপি মুহাম্মদ তালেবুর রহমান জানান, গ্রেপ্তারকৃত সকলের বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগে বিভিন্ন থানায় মামলা রয়েছে। তারা সংঘবদ্ধ হয়ে আইনশৃঙ্খলা বিনষ্টের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করাসহ রাজধানীর বিভিন্ন স্থানে ঝটিকা মিছিল করার মাধ্যমে জনমনে আতঙ্ক সৃষ্টির অপচেষ্টায় লিপ্ত ছিল। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।

সাব-জেলে অভিযুক্ত সেনা কর্মকর্তারা, সরকারের কাছে যে আহ্বান জানালেন ব্যারিস্টার আরমান

অসদাচারণের দায়ে টঙ্গী পাইলট স্কুলের ভারপ্রাপ্ত অধ্যক্ষকে শোকজ

জরুরি অবস্থা জারি করলেন পেরুর প্রেসিডেন্ট

গুম-খুনে জড়িত ১৫ সেনা কর্মকর্তা চাকরিচ্যুত। ট্রাইব্যুনালে হাজির। সাবজেলে প্রেরণ

এবার ১ টাকায় গরুর মাংস বিতরণের ঘোষণা সেই এমপি প্রার্থীর

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত