আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

সরকারি মাধ্যমিক শিক্ষকদের ৯ম গ্রেডের দাবিতে মানববন্ধন

স্টাফ রিপোর্টার
সরকারি মাধ্যমিক শিক্ষকদের ৯ম গ্রেডের দাবিতে মানববন্ধন

সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকদের এন্ট্রি পদ ৯ম গ্রেড ধরে চার স্তরের অ্যাকাডেমিক পদ সোপানের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। বুধবার জাতীয় প্রেসক্লাবের সামনে এ কর্মসূচি পালন করা হয়।

বিজ্ঞাপন

মানববন্ধনে বক্তারা বলেন, চরম বৈষম্যের শিকার সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক পদটি। এই বৈষম্য নিরসনে সরকারি মাধ্যমিক সহকারী শিক্ষক পদটিকে গেজেটেড মর্যাদা অর্থাৎ ৯ম গ্রেড বাস্তবায়নের দাবি জানাচ্ছি। মর্যাদা প্রতিষ্ঠার লড়াইয়ে সারা দেশের সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ মানববন্ধন করছি।

বাংলাদেশ সরকারি মাধ্যমিক শিক্ষক সমিতি (বাসমাশিস)। সাধারণ সম্পাদক সাহাব উদ্দিন মাহমুদ বলেন, সরকারি মাধ্যমিক এর সমস্যাগুলো সরকারের নীতি নির্ধারণী পর্যায়ে সময়মতো তুলে ধরা এবং সমাধানের দায়িত্ব মাউশি অধিদপ্তরের। মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর একত্রে থাকার কারণে উভয় শাখার বিশাল কর্মযজ্ঞ চালাতে গিয়ে মাউশি অধিদপ্তরে কাজের চাপ অনেক বেশি।

এসম তিনি আরো বলেন, পদোন্নতি, বকেয়া টাইমস্কেল ও সিলেকশন গ্রেড প্রদান এবং মেধাবীদের শিক্ষকতা পেশায় ধরে রাখার জন্য এন্ট্রিপদ ৯ম গ্রেড ধরে পদসোপান সৃষ্টির উদ্যোগ গ্রহণ করা অতীব জরুরি। মাউশি'র বিশাল কর্মযজ্ঞের ভার কমানোর জন্য জাতীয় শিক্ষানীতির প্রস্তাবনা অনুযায়ী স্বতন্ত্র মাধ্যমিক শিক্ষা অধিদপ্তর করা হলে সমস্যাগুলোর দ্রুত সমাধান এবং মাধ্যমিক শিক্ষায় গতিশীলতা আসতে পারে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
খুঁজুন