আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

তারুণ্যের হাত ধরে সহমর্মিতা

রয়্যাল ইউনিভার্সিটিতে সেমিনার ও শীতবস্ত্র বিতরণ কর্মসূচি

স্টাফ রিপোর্টার

রয়্যাল ইউনিভার্সিটিতে সেমিনার ও শীতবস্ত্র বিতরণ কর্মসূচি

সুবিধাবঞ্চিত ও শীতার্ত মানুষের পাশে দাঁড়াতে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের মানবিক ভূমিকা আরও সুসংহত করার লক্ষে রয়্যাল ইউনিভার্সিটি অব ঢাকার তেজগাঁও ক্যাম্পাসে অনুষ্ঠিত হয়েছে সেমিনার ও কম্বল বিতরণ কর্মসূচি।

শনিবার (১০ জানুয়ারি) বিকেল ৩টায় আরইউডি এলামনাই এসোসিয়েশন আয়োজিত এ অনুষ্ঠানে শিক্ষার্থী, শিক্ষক, সাংবাদিক ও বিশিষ্ট ব্যক্তিবর্গ অংশগ্রহণ করেন।

বিজ্ঞাপন

‘তারুণ্যের হাত ধরে সহমর্মিতা: কম্বল বিতরণে শিক্ষার্থীদের সক্রিয় ভূমিকা’ শীর্ষক সেমিনারে মানবিক সমাজ গঠনে তরুণদের দায়িত্ব ও সামাজিক অংশগ্রহণের গুরুত্ব তুলে ধরা হয়।

বিশ্ববিদ্যালয় উপাচার্য অধ্যাপক ডক্টর রফিকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত সেমিনার এবং শীতবস্ত্র বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সাংগঠনিক সম্পাদক এবং নাগরিক টেলিভিশনের প্ল্যানিং এডিটর এরফানুল হক নাহিদ। সেমিনারে মূল বক্তব্য উপস্থাপন করেন রয়েল ইউনিভার্সিটি অব ঢাকার সামাজিক বিজ্ঞান এবং কলা অনুষদের ডিন প্রফেসর ডক্টর দিপু সিদ্দিকী। সেমিনারে স্বাগত বক্তব্য প্রদান করেন বিশ্ববিদ্যালয় ভারপ্রাপ্ত রেজিস্ট্রার মশিউর রহমান।

প্রধান অতিথির বক্তৃতায় জনাব এরফানুল হক নাহিদ বলেন, মানবিকতা চর্চার মধ্য দিয়েই একটি জাতির নৈতিক ভিত্তি দৃঢ় হয়। বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীরা যখন সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ায়, তখন সমাজ আলোর পথ খুঁজে পায়।

উপাচার্য অধ্যাপক ডক্টর রফিকুল ইসলাম বলেন, একটি কম্বল কেবল শীত নিবারণের উপকরণ নয়, এটি ভালোবাসা ও সহমর্মিতার প্রতীক। তরুণদের এই মানবিক উদ্যোগ সমাজে ইতিবাচক পরিবর্তনের শক্তিশালী বার্তা বহন করে।

মূল প্রবন্ধ উপস্থাপনকালে প্রফেসর ড. দিপু সিদ্দিকী বলেন, শিক্ষা তখনই পূর্ণতা পায়, যখন তা মানবিক চেতনায় রূপ নেয়। আজকের শিক্ষার্থীরা যদি সমাজের প্রান্তিক মানুষের দুঃখ অনুভব করতে শেখে, তাহলেই তারা ভবিষ্যতে একজন প্রকৃত মানুষ ও দায়িত্বশীল নাগরিক হিসেবে গড়ে উঠবে।

তিনি আরও বলেন, শীতবস্ত্র এবং কম্বল বিতরণের মতো কর্মসূচি শিক্ষার্থীদের মধ্যে সহমর্মিতা, নেতৃত্ব ও সামাজিক দায়িত্ববোধ জাগ্রত করে—যা জাতি গঠনে অপরিহার্য।

মোহাম্মদ মশিউর রহমান বলেন, বিশ্ববিদ্যালয় শুধু জ্ঞানার্জনের কেন্দ্র নয়, এটি মানবিক মূল্যবোধ গড়ে তোলার অন্যতম প্রধান ক্ষেত্র। শিক্ষার্থীদের এই মানবিক উদ্যোগ আমাদের অনুপ্রাণিত করে।

সেমিনার শেষে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস সংলগ্ন সুবিধাবঞ্চিত ও শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়। এ সময় শিক্ষার্থীরা স্বতঃস্ফূর্তভাবে স্বেচ্ছাসেবী কার্যক্রমে অংশ নেন।

অনুষ্ঠানটি সফলভাবে সম্পন্ন হওয়ায় আয়োজকরা ভবিষ্যতেও এ ধরনের মানবিক ও সমাজমুখী কার্যক্রম অব্যাহত রাখার আশাবাদ ব্যক্ত করেন।

সেমিনার শেষে পাঁচ শতাধিক সুবিধা বঞ্চিত মানুষদের মাঝে কম্বল এবং শীতবস্ত্র বিতরণ করা হয়। সেমিনার এবং শীতবস্ত্র বিতরণ কার্যক্রম পরিচালনা করে রয়েল ইউনিভার্সিটি অব ঢাকা এলামনাই অ্যাসোসিয়েশন। সভায় অন্যদের মধ্যে বক্তব্য প্রদান করেন, এলামনাই অ্যাসোসিয়েশনের সভাপতি সনক কুমার দ্রাবিদ এবং যুগ্ম সম্পাদক হাসিব ভূঁইয়া প্রমুখ। অনুষ্ঠানে হোটেল ট্যুরিজম ডিপার্টমেন্টের বিভাগীয় প্রধান আমিনুল আশরাফ, আইটি বিশেষজ্ঞ শামসুল ইসলাম, সুহৃদ জামান, মোহাম্মদ আশিকুজ্জামান সহ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক কর্মকর্তা এবং শিক্ষক শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
Loading...