আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

১৮তম শিক্ষক নিবন্ধন সনদ দাবিতে চাকরিপ্রত্যাশীদের অবস্থান কর্মসূচি

স্টাফ রিপোর্টার
১৮তম শিক্ষক নিবন্ধন সনদ দাবিতে চাকরিপ্রত্যাশীদের অবস্থান কর্মসূচি

১৮তম শিক্ষক নিবন্ধনের মৌখিক পরীক্ষায় অংশগ্রহণকারী সবাইকে সনদ প্রদানসহ গণবিজ্ঞপ্তিতে আবেদনের সুযোগের দাবিতে জাতীয় প্রেসক্লাবের সামনে অবস্থান কর্মসূচি পালন করছেন ১৮তম শিক্ষক নিবন্ধন লিখিত পরীক্ষায় উত্তীর্ণ চাকরি প্রত্যাশীরা।

রোববার দুপুরে জাতীয় সামনে গিয়ে দেখা যায় দুই শতাধিক নারী-পুরুষ ব্যানার টানিয়ে অবস্থান করছেন। এর মধ্যে অনেকে বসে আছেন, কিছু লোক পাটি বিছিয়ে শুয়ে আছেন।

বিজ্ঞাপন

এর মধ্যে বাগেরহাটের সুন্দরগঞ্জ থেকে অংশ নেয়া উজ্জ্বল মজুমদার বলেন, আমাদের ২০ হাজার সনদ প্রত্যাশীর মাধ্যমে আমাদের লাগাতার আন্দোলন চলছে। আমাদের দাবি পূরণ না হওয়া পর্যন্ত এ আন্দোলন অব্যাহত থাকবে।

ব্রাক্ষণবাড়িয়া সদর থেকে অংশ নেয়া হেলাল উদ্দিন মুন্সি বলেন, শিক্ষা মন্ত্রণালয়ের শিক্ষা সচিবের আশ্বাসে অনশন ভঙ্গ করে অবস্থান কর্মসূচি চালিয়ে যাচ্ছেন ১৮ তম শিক্ষক নিবন্ধন ভাইভা দিয়ে চুড়ান্ত ফলাফল বঞ্চিত সনদপ্রত্যাশী প্রার্থীরা।

গত ৩১ আগস্ট থেকে সনদের দাবীতে অবস্থান কর্মসূচি পালন করলেও গত ১৬ ই সেপ্টেম্বর থেকে অনশনে বসেন সনদ বঞ্চিত প্রার্থীরা। গত ২২ সেপ্টেম্বর শিক্ষা মন্ত্রনালয়ের সচিবের সাথে সাক্ষাৎ করতে গেলে শিক্ষা সচিব তাদেরকে বিষয়টি বিবেচনার আশ্বাস দিয়ে অনশন ভঙ্গের কথা বলেন । এতে অনশনরতরা তাদের অনশন ভঙ্গ করলেও এখনো কোনো সুরাহা হয়নি। তাই তারা এ অবস্থান অব্যাহত রেখেন।

দাবিগুলো হচ্ছে—যেহেতু এনটিআরসিএর বিধিমালায় ভাইভার মোট নম্বরের ৪০ শতাংশ পেলেই পাসের কথা বলা হয়েছে। তাই যাদের সনদপত্র ও প্রশ্নোত্তরের নম্বর মিলে ৪০ শতাংশ বা তার বেশি আছে তাদের সবাইকে পাস করিয়ে নিয়োগ কার্যক্রমে অংশগ্রহণের সুযোগ দিতে হবে; যেহেতু লিখিত পরীক্ষার নম্বরের ভিত্তিতেই সনদপত্র প্রদান করা হয় আর ভাইভা অংশগ্রহণকারী সকল প্রার্থী যেহেতু লিখিত অংশে ৪০ শতাংশ বা তার বেশি নম্বর পেয়েছেন, তাই তাদের সকলকেই ই-সনদ প্রদান করা হোক।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
খুঁজুন