নজমুল হুদা শাহীন, ঢাকা উত্তর
রাজধানীর উত্তর প্রবেশদ্বার সাভার। ‘শিল্পাঞ্চল’খ্যাত এলাকাটি সংসদীয় আসন ঢাকা-১৯। সব ধরনের আন্দোলন-সংগ্রামে এ আসনটির অংশগ্রহণ অপরিসীম। এখানে রয়েছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, জাতীয় স্মৃতিসৌধ, ঢাকা রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকা (ডিইপিজেড), বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান (বিকেএসপি), বাংলাদেশ লোক-প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্র (বিপিএটিটি), বাংলাদেশ পশুসম্পদ গবেষণা কেন্দ্র (বিএলআরআই), পরমাণু শক্তি গবেষণা কেন্দ্রসহ বিভিন্ন জাতীয় প্রতিষ্ঠান। ভোটার বিবেচনায় দেশের অন্যতম বৃহত্তম জনগোষ্ঠী অধ্যুষিত আসন এটি। এ আসনটি বিএনপির ঘাঁটি হিসেবে পরিচিত। ১৯৯১, ১৯৯৬, ২০০১ সালের নির্বাচনে বিএনপি বিপুল ভোটের ব্যবধানে নির্বাচিত হয়। ফ্যাসিস্ট শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পর বদলে গেছে এ আসনের চিত্র। জামায়াতে ইসলামী ইতোমধ্যে দলীয় প্রার্থীর নাম ঘোষণা করেছে। দলটির নেতাকর্মীরা কোমর বেঁধে মাঠে নেমেছেন।
প্রস্তুতি নিচ্ছে বিএনপিও। তবে বিএনপির জন্য বড় চ্যালেঞ্জ প্রার্থী বাছাই। এরই মধ্যে সাভারে বিএনপি নেতাদের দ্বন্দ্বে রাজনীতিতে চলছে নানা সমীকরণ। আসনটিতে বিএনপির হয়ে নির্বাচন করতে আগ্রহী প্রার্থীরা ইতোমধ্যে মাঠ চষে বেড়াচ্ছেন। সভা-সমাবেশ, মিছিল-মিটিংসহ কেন্দ্রীয় বিভিন্ন কর্মসূচিতে অংশ নিতে শোডাউন করছেন তারা।
নতুন করে সাজানো-গোছানো কার্যালয় বর্তমানে বিএনপি-জামায়াত নেতাকর্মীদের আনাগোনায় মুখর। নির্বাচনি এলাকায় বিভিন্ন কর্মসূচির মাধ্যমে বিএনপি, জামায়াতে ইসলামী ও অন্যান্য দল পুনরায় মাঠে সক্রিয় হয়ে উঠেছে। সম্ভাব্য প্রার্থীরা সভা-সমাবেশ, মিটিং-মিছিল, পাড়া-মহল্লায় উঠান বৈঠক, পথসভাসহ নানা কর্মসূচি পালন করছেন। নির্বাচনি কৌশল হিসেবে জুলাই আন্দোলনে সাভার ও আশুলিয়ার প্রায় শত শহীদ কিংবা আহতদের বাড়ি বাড়ি গিয়ে খোঁজ-খবর নিচ্ছেন। আর্থিকভাবে দুর্বলদের অনুদানসহ বিভিন্ন ধরনের সহায়তা তুলে দেওয়া হচ্ছে পরিবারের সদস্যদের হাতে। মৃত্যু, বিয়ে, জন্মবার্ষিকীসহ ছোট-বড় নানা সামাজিক কর্মকাণ্ডে নির্বাচনি এলাকায় বেশিরভাগ সময় ব্যয় করছেন মনোনয়নপ্রত্যাশীরা।
বিএনপিতে আলোচনায় যারা
বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-পরিবার পরিকল্পনাবিষয়ক সম্পাদক ডা. দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন এ আসন থেকে এর আগে দুবার সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। তার বাবা মরহুম দেওয়ান মোহাম্মদ ইদ্রিসও এ আসনে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সময় সংসদ সদস্য ছিলেন। নির্বাচনে মনোনয়ন পাওয়ার ব্যাপারে তিনি খুবই আশাবাদী। বর্তমানে বিভিন্ন ধরনের সভা-সমাবেশে ব্যস্ত সময় অতিবাহিত করছেন তিনি।
উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও সাবেক চেয়ারম্যান হাজী জামাল উদ্দিন সরকার বিএনপির মনোনয়নপ্রত্যাশী। তার পক্ষে বিভিন্ন স্থানে পোস্টার-ব্যানার লক্ষ করা গেছে। বিভিন্ন অনুষ্ঠানে তিনি নিয়মিত অংশগ্রহণ করছেন। জুলাই হতাহত পরিবারের মাঝে আর্থিক অনুদান প্রদানসহ নানাভাবে এলাকায় মানুষের জন্য কাজ করে দৃষ্টি আকর্ষণ করছেন। সাভার থানা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও হানিফ পরিবহনের মালিক কফিল উদ্দিনের নাম রয়েছে বিএনপির মনোনয়নপ্রত্যাশীর তালিকায়। তিনি প্রতিদিনই নানা ধরনের অনুষ্ঠানে বক্তব্য দিচ্ছেন। দলীয় অনুসারীরা তার পক্ষে বড় বড় বিলবোর্ড, ব্যানার, পোস্টার, মোটর শোভাযাত্রাসহ নানামুখী প্রচার চালাচ্ছেন। ঢাকা জেলা যুবদলের সাধারণ সম্পাদক ব্যবসায়ী আইয়ুব খানের নামও রয়েছে মনোনয়নপ্রত্যাশীদের তালিকায়। তিনি দলের নেতাকর্মীদের নিয়ে নিয়মিত বড় বড় শোডাউন ও সভা-সমাবেশ করছেন।
ঢাকা জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ও কেন্দ্রীয় ছাত্রদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক রাশেদুল আহসান রাশেদও নিয়মিত সভা-সমাবেশে অংশ নিচ্ছেন। দলীয় মনোনয়ন তিনি পাবেন বলে দৃঢ়ভাবে প্রত্যাশা করছেন। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক ও আশুলিয়া থানা বিএনপির সহসভাপতিও দলীয় মনোনয়ন চাইবেন। ঢাকা-আরিচা মহাসড়কসহ বিভিন্ন স্থানে তার পোস্টার-ব্যানার শোভা পাচ্ছে। বিএনপির মনোনয়নপ্রত্যাশীর তালিকায় রয়েছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগের আইনজীবী, জাবি সিনেট সদস্য ব্যারিস্টার শিহাব উদ্দিন খান। তিনি বিভিন্ন টেলিভিশন টকশোতে অংশ নিয়ে দলের পক্ষে কথা বলছেন। হ্যান্ডবিল বিতরণ, সভা-সেমিনারে অংশ নিচ্ছেন এবং জনসংযোগে ব্যস্ত সময় পার করছেন।
অপরদিকে জামায়াতে ইসলামীর প্রার্থী ঢাকা জেলা ছাত্রশিবিরের সাবেক সভাপতি এবং বর্তমানে জেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা আফজাল হোসাইন কিছুটা সুবিধাজনক অবস্থানে আছেন। বিএনপির মনোনয়নপ্রত্যাশী হাফ ডজন প্রার্থীর বিপরীতে তিনি বেশ খোশ মেজাজে আছেন। আসনটি নিজেদের দখলে আনতে নেতাকর্মীদের নিয়ে গণসংযোগ চালিয়ে যাচ্ছেন। প্রতিদিন একাধিক সভা-সেমিনারে অংশ নিচ্ছেন। তার পোস্টার-ব্যানারে ছেয়ে গেছে সাভারের প্রত্যন্ত অঞ্চল। এবার এ আসনে বিএনপি ও জামায়াতের মধ্যে মূল প্রতিদ্বন্দ্বিতা হবে বলে মনে করছেন ভোটাররা। নির্বাচন সামনে রেখে জামায়াতের সঙ্গে অন্য ইসলামি দলগুলোর জোট হলে আসনটি বিএনপির ধরে রাখা সহজ হবে না বলে ভোটারদের ধারণা।
বড় দুই দলের বাইরে ইসলামী আন্দোলন বাংলাদেশের মোহাম্মদ ফারুক খান, বাংলাদেশ খেলাফত মজলিসের শায়খুল হাদিস মাওলানা মহিউদ্দিন রব্বানী, জমিয়তে উলামায়ে ইসলামের মুফতি আলী আশরাফ তৈয়ব, গণঅধিকার পরিষদের অ্যাডভোকেট শেখ শওকত হোসেনসহ কয়েকটি দলের প্রার্থীর নাম শোনা গেলেও তাদের পক্ষে তেমন কোনো তৎপরতা দেখা যাচ্ছে না।
জামায়াত প্রার্থী মাওলানা আফজাল হোসাইন সৎ ও ন্যায়পরায়ণ ব্যক্তি হিসেবে পরিচিত। তিনি বলেন, জামায়াত ক্ষমতায় গেলে আল্লাহর আইন অনুযায়ী রাষ্ট্র গঠনে গুরুত্ব দেওয়া হবে। ধর্ম-বর্ণ নির্বিশেষে দেশের ১৮ কোটি মানুষের নাগরিক অধিকার সমানভাবে নিশ্চিত করা হবে। নারীদের কর্মক্ষেত্র তথা সর্বক্ষেত্রে নিরাপত্তা, মর্যাদা ও ন্যায্য অধিকার নিশ্চিত করা হবে।
সাভারের ব্যবসায়ী বিএনপির এক সিনিয়র নেতা বলেন, আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কাকে মনোনয়ন দেবেনÑতা তিনি আগেই ঠিক করে রেখেছেন।
রাজধানীর উত্তর প্রবেশদ্বার সাভার। ‘শিল্পাঞ্চল’খ্যাত এলাকাটি সংসদীয় আসন ঢাকা-১৯। সব ধরনের আন্দোলন-সংগ্রামে এ আসনটির অংশগ্রহণ অপরিসীম। এখানে রয়েছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, জাতীয় স্মৃতিসৌধ, ঢাকা রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকা (ডিইপিজেড), বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান (বিকেএসপি), বাংলাদেশ লোক-প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্র (বিপিএটিটি), বাংলাদেশ পশুসম্পদ গবেষণা কেন্দ্র (বিএলআরআই), পরমাণু শক্তি গবেষণা কেন্দ্রসহ বিভিন্ন জাতীয় প্রতিষ্ঠান। ভোটার বিবেচনায় দেশের অন্যতম বৃহত্তম জনগোষ্ঠী অধ্যুষিত আসন এটি। এ আসনটি বিএনপির ঘাঁটি হিসেবে পরিচিত। ১৯৯১, ১৯৯৬, ২০০১ সালের নির্বাচনে বিএনপি বিপুল ভোটের ব্যবধানে নির্বাচিত হয়। ফ্যাসিস্ট শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পর বদলে গেছে এ আসনের চিত্র। জামায়াতে ইসলামী ইতোমধ্যে দলীয় প্রার্থীর নাম ঘোষণা করেছে। দলটির নেতাকর্মীরা কোমর বেঁধে মাঠে নেমেছেন।
প্রস্তুতি নিচ্ছে বিএনপিও। তবে বিএনপির জন্য বড় চ্যালেঞ্জ প্রার্থী বাছাই। এরই মধ্যে সাভারে বিএনপি নেতাদের দ্বন্দ্বে রাজনীতিতে চলছে নানা সমীকরণ। আসনটিতে বিএনপির হয়ে নির্বাচন করতে আগ্রহী প্রার্থীরা ইতোমধ্যে মাঠ চষে বেড়াচ্ছেন। সভা-সমাবেশ, মিছিল-মিটিংসহ কেন্দ্রীয় বিভিন্ন কর্মসূচিতে অংশ নিতে শোডাউন করছেন তারা।
নতুন করে সাজানো-গোছানো কার্যালয় বর্তমানে বিএনপি-জামায়াত নেতাকর্মীদের আনাগোনায় মুখর। নির্বাচনি এলাকায় বিভিন্ন কর্মসূচির মাধ্যমে বিএনপি, জামায়াতে ইসলামী ও অন্যান্য দল পুনরায় মাঠে সক্রিয় হয়ে উঠেছে। সম্ভাব্য প্রার্থীরা সভা-সমাবেশ, মিটিং-মিছিল, পাড়া-মহল্লায় উঠান বৈঠক, পথসভাসহ নানা কর্মসূচি পালন করছেন। নির্বাচনি কৌশল হিসেবে জুলাই আন্দোলনে সাভার ও আশুলিয়ার প্রায় শত শহীদ কিংবা আহতদের বাড়ি বাড়ি গিয়ে খোঁজ-খবর নিচ্ছেন। আর্থিকভাবে দুর্বলদের অনুদানসহ বিভিন্ন ধরনের সহায়তা তুলে দেওয়া হচ্ছে পরিবারের সদস্যদের হাতে। মৃত্যু, বিয়ে, জন্মবার্ষিকীসহ ছোট-বড় নানা সামাজিক কর্মকাণ্ডে নির্বাচনি এলাকায় বেশিরভাগ সময় ব্যয় করছেন মনোনয়নপ্রত্যাশীরা।
বিএনপিতে আলোচনায় যারা
বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-পরিবার পরিকল্পনাবিষয়ক সম্পাদক ডা. দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন এ আসন থেকে এর আগে দুবার সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। তার বাবা মরহুম দেওয়ান মোহাম্মদ ইদ্রিসও এ আসনে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সময় সংসদ সদস্য ছিলেন। নির্বাচনে মনোনয়ন পাওয়ার ব্যাপারে তিনি খুবই আশাবাদী। বর্তমানে বিভিন্ন ধরনের সভা-সমাবেশে ব্যস্ত সময় অতিবাহিত করছেন তিনি।
উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও সাবেক চেয়ারম্যান হাজী জামাল উদ্দিন সরকার বিএনপির মনোনয়নপ্রত্যাশী। তার পক্ষে বিভিন্ন স্থানে পোস্টার-ব্যানার লক্ষ করা গেছে। বিভিন্ন অনুষ্ঠানে তিনি নিয়মিত অংশগ্রহণ করছেন। জুলাই হতাহত পরিবারের মাঝে আর্থিক অনুদান প্রদানসহ নানাভাবে এলাকায় মানুষের জন্য কাজ করে দৃষ্টি আকর্ষণ করছেন। সাভার থানা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও হানিফ পরিবহনের মালিক কফিল উদ্দিনের নাম রয়েছে বিএনপির মনোনয়নপ্রত্যাশীর তালিকায়। তিনি প্রতিদিনই নানা ধরনের অনুষ্ঠানে বক্তব্য দিচ্ছেন। দলীয় অনুসারীরা তার পক্ষে বড় বড় বিলবোর্ড, ব্যানার, পোস্টার, মোটর শোভাযাত্রাসহ নানামুখী প্রচার চালাচ্ছেন। ঢাকা জেলা যুবদলের সাধারণ সম্পাদক ব্যবসায়ী আইয়ুব খানের নামও রয়েছে মনোনয়নপ্রত্যাশীদের তালিকায়। তিনি দলের নেতাকর্মীদের নিয়ে নিয়মিত বড় বড় শোডাউন ও সভা-সমাবেশ করছেন।
ঢাকা জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ও কেন্দ্রীয় ছাত্রদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক রাশেদুল আহসান রাশেদও নিয়মিত সভা-সমাবেশে অংশ নিচ্ছেন। দলীয় মনোনয়ন তিনি পাবেন বলে দৃঢ়ভাবে প্রত্যাশা করছেন। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক ও আশুলিয়া থানা বিএনপির সহসভাপতিও দলীয় মনোনয়ন চাইবেন। ঢাকা-আরিচা মহাসড়কসহ বিভিন্ন স্থানে তার পোস্টার-ব্যানার শোভা পাচ্ছে। বিএনপির মনোনয়নপ্রত্যাশীর তালিকায় রয়েছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগের আইনজীবী, জাবি সিনেট সদস্য ব্যারিস্টার শিহাব উদ্দিন খান। তিনি বিভিন্ন টেলিভিশন টকশোতে অংশ নিয়ে দলের পক্ষে কথা বলছেন। হ্যান্ডবিল বিতরণ, সভা-সেমিনারে অংশ নিচ্ছেন এবং জনসংযোগে ব্যস্ত সময় পার করছেন।
অপরদিকে জামায়াতে ইসলামীর প্রার্থী ঢাকা জেলা ছাত্রশিবিরের সাবেক সভাপতি এবং বর্তমানে জেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা আফজাল হোসাইন কিছুটা সুবিধাজনক অবস্থানে আছেন। বিএনপির মনোনয়নপ্রত্যাশী হাফ ডজন প্রার্থীর বিপরীতে তিনি বেশ খোশ মেজাজে আছেন। আসনটি নিজেদের দখলে আনতে নেতাকর্মীদের নিয়ে গণসংযোগ চালিয়ে যাচ্ছেন। প্রতিদিন একাধিক সভা-সেমিনারে অংশ নিচ্ছেন। তার পোস্টার-ব্যানারে ছেয়ে গেছে সাভারের প্রত্যন্ত অঞ্চল। এবার এ আসনে বিএনপি ও জামায়াতের মধ্যে মূল প্রতিদ্বন্দ্বিতা হবে বলে মনে করছেন ভোটাররা। নির্বাচন সামনে রেখে জামায়াতের সঙ্গে অন্য ইসলামি দলগুলোর জোট হলে আসনটি বিএনপির ধরে রাখা সহজ হবে না বলে ভোটারদের ধারণা।
বড় দুই দলের বাইরে ইসলামী আন্দোলন বাংলাদেশের মোহাম্মদ ফারুক খান, বাংলাদেশ খেলাফত মজলিসের শায়খুল হাদিস মাওলানা মহিউদ্দিন রব্বানী, জমিয়তে উলামায়ে ইসলামের মুফতি আলী আশরাফ তৈয়ব, গণঅধিকার পরিষদের অ্যাডভোকেট শেখ শওকত হোসেনসহ কয়েকটি দলের প্রার্থীর নাম শোনা গেলেও তাদের পক্ষে তেমন কোনো তৎপরতা দেখা যাচ্ছে না।
জামায়াত প্রার্থী মাওলানা আফজাল হোসাইন সৎ ও ন্যায়পরায়ণ ব্যক্তি হিসেবে পরিচিত। তিনি বলেন, জামায়াত ক্ষমতায় গেলে আল্লাহর আইন অনুযায়ী রাষ্ট্র গঠনে গুরুত্ব দেওয়া হবে। ধর্ম-বর্ণ নির্বিশেষে দেশের ১৮ কোটি মানুষের নাগরিক অধিকার সমানভাবে নিশ্চিত করা হবে। নারীদের কর্মক্ষেত্র তথা সর্বক্ষেত্রে নিরাপত্তা, মর্যাদা ও ন্যায্য অধিকার নিশ্চিত করা হবে।
সাভারের ব্যবসায়ী বিএনপির এক সিনিয়র নেতা বলেন, আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কাকে মনোনয়ন দেবেনÑতা তিনি আগেই ঠিক করে রেখেছেন।
ইউনিভার্সিটি অব এশিয়া প্যাসিফিক (ইউএপি)-তে ‘‘এড ওয়াল ফেয়ার: মাস্টারিং দ্য ব্যাটেল অফ এডভার্টাইজিং’’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
৩ ঘণ্টা আগেবাংলাদেশ সরকার ও বিশ্ব ব্যাংকের অর্থায়নে বাংলাদেশের বীমা খাত উন্নয়ন প্রকল্প (বিআইএসডিপি) এর আওতায় সাধারণ বীমা কর্পোরেশনের প্যাকেজ ভিত্তিক অটোমেশন কার্যক্রম চলমান রয়েছে।
৭ ঘণ্টা আগেপ্রধান উপদেষ্টার কার্যালয়ের নির্দেশনা লঙ্ঘন করে ফিলিপ মরিসের নিকোটিন পাউচ তৈরির কারখানা স্থাপনের উদ্যোগে গভীর উদ্বেগ প্রকাশ করেছে গবেষণা ও অ্যাডভোকেসি প্রতিষ্ঠান প্রজ্ঞা (প্রগতির জন্য জ্ঞান) এবং অ্যান্টি-টোবাকো মিডিয়া এলায়েন্স (আত্মা)।
৮ ঘণ্টা আগেজাতীয় প্রেসক্লাবের স্থায়ী সদস্য ও নিউজ টুডে-এর সাবেক বার্তা সম্পাদক আখতার হোসেন মাসুদ মারা গেছেন। মঙ্গলবার ভোরে ঢাকায় নিজ বাসভবনে ইন্তেকাল করেছেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইডি রাজিউন)। তার বয়স হয়েছিল ৬১ বছর।
৯ ঘণ্টা আগে