আন্তঃনগর ট্রেন ও মেট্রোরেল চলাচল শুরু

ডেস্ক রিপোর্ট
প্রকাশ : ০১ এপ্রিল ২০২৫, ০৯: ৫৪

পবিত্র ঈদুল ফিতরের দিন মেট্রোরেল ও রেলওয়ের আন্তঃনগর ট্রেনগুলো বন্ধ ছিল। ছুটি শেষে মঙ্গলবার সকাল থেকে আবার ট্রেন চলাচল শুরু হয়েছে।

বিজ্ঞাপন

সকাল ৭টা ১০ মিনিটে উত্তরা উত্তর স্টেশন থেকে মতিঝিলের উদ্দেশে ছেড়ে গেছে মেট্রোরেলের প্রথম ট্রিপ। এ ছাড়া সাড়ে ৭টায় মতিঝিল থেকে উত্তরা উত্তর স্টেশনের উদ্দেশে আরেকটি ট্রেন ছেড়ে গেছে।

ভোর ৬টা ১৫ মিনিটে প্রথম ট্রেন হিসেবে ঢাকা রেলওয়ে স্টেশন থেকে কক্সবাজারের উদ্দেশে ছেড়ে গেছে পর্যটক এক্সপ্রেস। এরপর সময় অনুযায়ী অন্য ট্রেনগুলো যাত্রা করছে।

ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) ভেরিফায়েড ফেসবুক পেজে জানানো হয়েছিল, শুধুমাত্র ঈদের দিন মেট্রোরেল চলাচল বন্ধ থাকবে।

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত