আইফোন পাচার, বেআইনিভাবে সংযোজন ও বিক্রির একটি নেটওয়ার্ক ধ্বংস করে ডিবি উত্তরা ও খিলক্ষেত থেকে তিন চীনা নাগরিককে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। তাদের কাছ থেকে আটক করা হয়েছে বিভিন্ন মডেলের ৩৬৩টি আইফোন, অসংখ্য খুচরা যন্ত্রাংশ, বিদেশি মদ ও নগদ অর্থ।
গ্রেপ্তারকৃতরা হলেন- তান জিয়ান, উ জুন এবং ডং হংওয়েই। গোপন তথ্যের ভিত্তিতে গতকাল বুধবার দুটি পৃথক অভিযান পরিচালনা করে ডিবির মিরপুর বিভাগের একটি টিম। প্রথমে উত্তরা পশ্চিমের একটি বাসা থেকে তান জিয়ানকে ৫৮টি আইফোনসহ আটক করা হয়। এরপর খিলক্ষেতের নিকুঞ্জ-১ এলাকার আরেকটি বাসা থেকে উ জুন ও ডং হংওয়েইকে আটক করে। সেখান থেকে উদ্ধার হয় আরও ৩০৫টি আইফোন, আইফোনের খুচরা যন্ত্রাংশ, ২৬ হাজার টাকা নগদ এবং আট বোতল বিদেশি মদ।
তথ্যমতে, এই চক্র উচ্চমূল্যের মোবাইল ফোন ও যন্ত্রাংশ পাচারের মাধ্যমে বাংলাদেশে নিয়ে আসতো। সেগুলো স্থানীয় বাজারে পুনরায় সংযোজন করে অসাধু ব্যবসায়ীদের কাছে বিক্রি করা হতো। এতে স্থানীয় কিছু মোবাইল ফোন বিক্রেতাও জড়িত ছিল বলে পুলিশ সূত্রে জানা গেছে। তাদের বিরুদ্ধেও দ্রুত আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে ডিবি জানিয়েছে।
বৃহস্পতিবার ডিএমপির মিডিয়া সেন্টারে আয়োজিত এক ব্রিফিংয়ে ডিবি মিরপুর ডিভিশনের ডিসি মহিউদ্দিন জানান, এই চক্রটি দেশের বৈধ মোবাইল বাজারকে ব্যাহত করছিল এবং ভোক্তাদের কাছে মেরামতকৃত বা নিম্নমানের পণ্য চালান দিচ্ছিল। তাদের বিরুদ্ধে আমদানি, পাচার ও কর ফাঁকি সংক্রান্ত মামলা প্রস্তুত করা হচ্ছে।
এ সময় ডিএমপির মুখপাত্র উপ-পুলিশ কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান উপস্থিত ছিলেন। তিনি জানান, ডিজিটাল পণ্যের অবৈধ কারবার রোধে ডিবি আরও কঠোর ভূমিকা পালন করবে। সামাজিক যোগাযোগ মাধ্যমে এই চক্রের সম্ভাব্য অন্যান্য সদস্য ও তাদের ক্রেতা শনাক্তে তদন্ত চলছে বলে তিনি উল্লেখ করেন।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

