রাজধানীতে গ্যাস পাইপের লিকেজ থেকে আগুন, দগ্ধ ২

স্টাফ রিপোর্টার
প্রকাশ : ১৭ আগস্ট ২০২৫, ১১: ৪১
আপডেট : ১৭ আগস্ট ২০২৫, ১১: ৫৪

রাজধানীর মিরপুরের পাইকপাড়ার একটি বাসায় গ্যাস সিলিন্ডার পাইপের লিকেজ থেকে আগুন লাগার ঘটনা ঘটেছে। আগুনে মিস্ত্রিসহ দুইজন দগ্ধ হয়েছেন।

বিজ্ঞাপন

দগ্ধরা হলেন- গ্যাস সিলিন্ডার মিস্ত্রি মো. শফিকুল সরকার ও বাড়ির মালিক উপ সহকারী সহকারী প্রকৌশলী আল-আমিন। শনিবার রাতে দগ্ধদের উদ্ধার করে জাতীয় বার্ন এন্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে।

ঘটনার সত্যতা নিশ্চিত করেন ঢামেক পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক।চিকিৎসকের বরাত দিয়ে তিনি বলেন, আল-আমিনের শরীরের ৩০ শতাংশ ও শফিকুলের ১৫ শতাংশ পুড়ে গেছে। তারা চিকিৎসাধীন রয়েছেন।

দগ্ধ মিস্ত্রির ভাতিজা সাব্বির হোসেন বলেছেন, মিরপুর পাইকপাড়া অফিসার কোয়ার্টার, বিল্ডিং নং ৫, ফ্ল্যাট নং ৮/ এ নয়তলার একটি ফ্ল্যাটে তার চাচা গ্যাস সিলিন্ডারের চুলা ঠিক করতে যায়।সেখানে গ্যাসের চুলার সুইচ দিতেই জমে থাকা গ্যাস পাইপ লিকেজ থেকে আগুন ছড়িয়ে পড়ে, এতে বাড়ির মালিকসহ তার চাচা দগ্ধ হন।

তিনি আরো বলেন, ঐ রুমে সিলিন্ডার ছিলো না সিলিন্ডারটি নিচতলার সেখান থেকে লাইন টেনে চুলায় বসানো। বাড়ির মালিক আল-আমিনের বাড়ি টাঙ্গাইল জেলার কালিহাতী থানার দুর্গাপুর গ্রামে। তার বাবার নাম রইস উদ্দিন। শফিকুলের গ্রামের বাড়ি সিরাজগঞ্জের উল্লাপাড়া মাটিকুড়া গ্রামে।

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত