চারতলার বারান্দা থেকে পড়ে শিশুর মৃত্যু

স্টাফ রিপোর্টার
প্রকাশ : ১৪ অক্টোবর ২০২৫, ২২: ১২
আপডেট : ১৪ অক্টোবর ২০২৫, ২২: ১২

রাজধানীর কদমতলীর খালপাড় এলাকায় চারতলার বারান্দা থেকে নিচে পড়ে রাফিয়া জান্নাত নামের তিন বছর বয়সী এক কন্যা শিশুর চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়েছে। মঙ্গলবার দুপুর পৌনে দুইটার দিকে এ ঘটনাটি ঘটে।

গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে প্রথমে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পরবর্তীতে মিটফোর্ড হাসপাতালে নেওয়া হয় ।

বিজ্ঞাপন

পরে সেখান থেকে সন্ধ্যায় ঢামেক হাসপাতালে ভর্তি করা হয় সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত সাড়ে আটটায় মারা যায়। এ সকল তথ্য জানিয়েছেন শিশুটির মা মিম আক্তার।

তিনি আরো বলেন গত তিন দিন আগে গোপালগঞ্জ মোকসেদপুর গ্রামের বাড়ি থেকে কদমতলী খালপাড় খালা সপ্নার বাসায় বেড়াতে আসছিলেন মেয়েকে নিয়ে।

দুপুরে ভাড়া বাসার চারতালার বারান্দার ফাঁকা দিয়ে নিচে পড়ে গিয়ে গুরুতর আহত হয়। পরে সেখান থেকে ঢামেক হাসপাতালে ভর্তি করা হয় চিকিৎসাধীন অবস্থায় রাতে মারা যায়।

ঢামেক পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক বলেন মৃতদেহটি হাসপাতাল মর্গে রাখা হয়েছে বিষয়টি সংশ্লিষ্ট থানায় অবগত করা হয়েছে।

মৃতা রাফিয়া জান্নাত গোপালগঞ্জ মোকসেদপুর উপজেলার শিরনি বাঁশকান্দি গ্রামের শ্রমিক বুলু শেখের মেয়ে।

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত