কমলাপুরে দুটি ট্রেনের শিডিউল বিপর্যয়

স্টাফ রিপোর্টার
প্রকাশ : ০৪ এপ্রিল ২০২৫, ১০: ৪৯
আপডেট : ০৪ এপ্রিল ২০২৫, ১১: ০৯
ফাইল ছবি

কমলাপুর রেলওয়ে স্টেশনে শিডিউল বিপর্যয়ের মুখে পড়েছে বুড়িমারী এক্সপ্রেস এবং রংপুর এক্সপ্রেস।

বিজ্ঞাপন

শুক্রবার সকালে ঢাকার শিডিউলে থাকা ট্রেন দুটি ছাড়তে বিলম্ব হয়েছে। এতে ট্রেন দুটির যাত্রীরা প্লাটফর্মে থামায় ভোগান্তিতে পড়েছেন।

রেল স্টেশন সূত্র জানায়, বুড়িমারী এক্সপ্রেস লালমনিরহাটের উদ্দেশ্যে কমলাপুর থেকে ছাড়ার সময় সকাল সাড়ে ৮টা, রংপুর এক্সপ্রেস নিয়মিত ছাড়ে সকাল ৯টায়।

অপেক্ষমান যাত্রীরা বলছেন, শিডিউল বোর্ডে ৩০ মিনিট বিলম্ব দেখালেও সেই সময়েও ট্রেন ছাড়েনি। এ বিষয়ে রেলের কেউ কিছু জানাতে পারেনি।

এদিকে অপেক্ষামান যাত্রীদেরপ্লাটফর্মে ভিড় করতে দেখা যায়। ট্রেন কখন ছাড়বে স্টেশন মাস্টারের রুমে গিয়ে সেই খোঁজ নিতে দেখা গেছে অনেক যাত্রীকে।

রেলওয়ে দায়িত্বশীল সূত্র জানায়, বুড়িমারী এক্সপ্রেস ঢাকায় ঢোকার পথে আছে আর রংপুর এক্সপ্রেস ট্রেন ঢাকা ওয়াশপিটে রয়েছে।

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত