আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

প্রয়াত শিল্পপতি মোস্তফা গোলাম কুদ্দুসকে সম্মাননা প্রদান

ডেস্ক রিপোর্ট
প্রয়াত শিল্পপতি মোস্তফা গোলাম কুদ্দুসকে সম্মাননা প্রদান

রুপালি ইন্সুরেন্স কোম্পানি লিমিটেড এর বাৎসরিক বিপণন সভায় কোম্পানির প্রাক্তন চেয়ারম্যান প্রয়াত মোস্তফা গোলাম কুদ্দুসকে সম্মাননা স্মারক প্রদান করা হয়েছে। তার পক্ষে এ স্মারক গ্রহণ করেন তার সহধর্মিনী ফজলতুন্নেসা।

বিজ্ঞাপন

১৯৮৮ সালে কোম্পানির জন্মলগ্ন থেকে কোম্পানিকে নিরবিচ্ছিন্নভাবে আমৃত্যু সাফল্যের সাথে নেতৃত্ব দানের জন্য এই স্মারক সম্মাননা প্রদান করা হয়। আজ রাজধানীর মালিবাগস্থ ইম্পেরিয়াল ভবনে এই আয়োজন করা হয়।

সভায় উপস্থিত ছিলেন কোম্পানির পরিচালক কাজী মুনিরুজ্জামান, মোস্তফা কামরুস সোবহান, শেখ মোঃ দানিয়েল, কোম্পানির সিইও ফৌজিয়া কামরুন তানিয়াসহ কোম্পানির অন্যান্য বোর্ড মেম্বার, উপদেষ্টা, পরামর্শক, উর্ধ্বতন কর্মকর্তা, কর্মচারী, শাখা ব্যবস্থাপকসহ বিপনন ব্যবস্থাপকবৃন্দ।

সভায় মোস্তফা গোলাম কুদ্দুসের বিদেহী আঁত্মার শান্তি কামনা করে একটি দোয়া মহফিলও অনুষ্ঠিত হয়।

উল্লেখ্য, মোস্তফা গোলাম কুদ্দুস গত ২৫ জানুয়ারি ঢাকার এভারকেয়ার হাসপাতলে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
খুঁজুন