স্টাফ রিপোর্টার
মালয়েশিয়া, আরব আমিরাত ওমানসহ বন্ধ শ্রমবাজারগুলো দ্রুত চালুর জন্য যথাযথ পদক্ষেপ নিতে সরকারের আহ্বান জানিয়েছে প্রতি জনশক্তি রপ্তানিকারকদের সংগঠন বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ইন্টারন্যাশনাল রিক্রুটিং এজেন্সির (বায়রা) সদস্যরা।
বৃহস্পতিবার রাজধানীর ইস্কাটনে প্রবাসী কল্যাণ ভবনের সামনে আয়োজিত এক মানববন্ধন কর্মসূচি থেকে তারা এ আহ্বান জানান।
মানববন্ধনে বক্তারা বলেন, বর্তমানে বেশিরভাগ কর্মী সৌদি আরবে। বন্ধ শ্রমবাজারগুলো দ্রুত চালু না হলে এর নেতিবাচক প্রভাব পড়বে অভিবাসন খাতে। কোনো ধরনের সিন্ডিকেট ছাড়া কম খরচে কর্মীদের বিদেশে কর্মসংস্থান নিশ্চিতে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে হবে। তবে শ্রমবাজার চালুর ক্ষেত্রে যাতে কোন সিন্ডিকেট ও অনিয়ম না হয় তা নিশ্চিতের দাবিও জানান তারা।
গত বছর সিন্ডিকেটের মাধ্যমে অনিয়মের অভিযোগে কর্মী নেয়া বন্ধ করে দেয় মালয়েশিয়া। এরপর থেকে বিদেশে কর্মসংস্থান অনিয়ম বন্ধের দাবি জানিয়ে আসছে সংশ্লিষ্টরা।
মানববন্ধনে বায়রার সদস্যরা বলেন, তারা প্রতি বছর ১০ লাখের বেশি বাংলাদেশি কর্মীকে বৈদেশিক কর্মসংস্থানের মাধ্যমে প্রেরণ করে প্রায় ২৪ বিলিয়ন ডলার রেমিটেন্স আয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন। সৌদি আরবের পর মালয়েশিয়া বাংলাদেশের জন্য দ্বিতীয় বৃহত্তম শ্রমবাজার হলেও ২০২৪ সালের ৩১ মে মাসের পর মালয়েশিয়া সরকার অভ্যন্তরীণ নীতির কারণে সকল সোর্স কান্ট্রি থেকে কর্মী নেওয়া বন্ধ রেখেছে।
এছাড়া সংযুক্ত আরব আমিরাত, ওমান, বাহরাইন, কাতার, ইরাক, লিবিয়াসহ অন্যান্য গন্তব্যেও শ্রমবাজার বন্ধ রয়েছে বা খুব সীমিত পরিসরে চালু রয়েছে। সৌদি আরবে কর্মী গমন চলমান থাকলেও অনেকেই প্রতিশ্রুতি অনুযায়ী কাজ ও বেতন পাচ্ছেন না। আগত কর্মীরাও নানা সমস্যার সম্মুখীন হচ্ছেন। এসব বিষয়ে রিয়াদস্থ বাংলাদেশ দূতাবাসকে প্রয়োজনীয় নির্দেশনা প্রদান জরুরি।
মানববন্ধনে বক্তব্য রাখেন- বায়রার সদস্য আল-সুপ্ত ওভারসীজের স্বত্বাধিকারী ফরিদ আহমেদ মজুমদার, তাসনিম ওভারসীজের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আনোয়ার হোসেন ভূইয়া, আরমান এয়ার ইন্টারন্যাশনালের স্বত্বাধিকারী অ্যাডভোকেট মোহাম্মদ সাজ্জাদ হোসেন, পূরবী ইন্টারন্যাশনালের স্বত্বাধিকারী মোহাম্মদ মহিউদ্দিন, আল আকাবা এসোসিয়েটের ব্যবস্থাপনা অংশীদার মোহাম্মদ আতিকুর রহমান বিশ্বাস, ফ্রিডম ওভারসীজের স্বত্বাধিকারী কফিল উদ্দিন মজুমদার, আর্থ স্মার্ট বাংলাদেশ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ মাহফুজুর রহমান প্রমুখ।
মালয়েশিয়া, আরব আমিরাত ওমানসহ বন্ধ শ্রমবাজারগুলো দ্রুত চালুর জন্য যথাযথ পদক্ষেপ নিতে সরকারের আহ্বান জানিয়েছে প্রতি জনশক্তি রপ্তানিকারকদের সংগঠন বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ইন্টারন্যাশনাল রিক্রুটিং এজেন্সির (বায়রা) সদস্যরা।
বৃহস্পতিবার রাজধানীর ইস্কাটনে প্রবাসী কল্যাণ ভবনের সামনে আয়োজিত এক মানববন্ধন কর্মসূচি থেকে তারা এ আহ্বান জানান।
মানববন্ধনে বক্তারা বলেন, বর্তমানে বেশিরভাগ কর্মী সৌদি আরবে। বন্ধ শ্রমবাজারগুলো দ্রুত চালু না হলে এর নেতিবাচক প্রভাব পড়বে অভিবাসন খাতে। কোনো ধরনের সিন্ডিকেট ছাড়া কম খরচে কর্মীদের বিদেশে কর্মসংস্থান নিশ্চিতে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে হবে। তবে শ্রমবাজার চালুর ক্ষেত্রে যাতে কোন সিন্ডিকেট ও অনিয়ম না হয় তা নিশ্চিতের দাবিও জানান তারা।
গত বছর সিন্ডিকেটের মাধ্যমে অনিয়মের অভিযোগে কর্মী নেয়া বন্ধ করে দেয় মালয়েশিয়া। এরপর থেকে বিদেশে কর্মসংস্থান অনিয়ম বন্ধের দাবি জানিয়ে আসছে সংশ্লিষ্টরা।
মানববন্ধনে বায়রার সদস্যরা বলেন, তারা প্রতি বছর ১০ লাখের বেশি বাংলাদেশি কর্মীকে বৈদেশিক কর্মসংস্থানের মাধ্যমে প্রেরণ করে প্রায় ২৪ বিলিয়ন ডলার রেমিটেন্স আয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন। সৌদি আরবের পর মালয়েশিয়া বাংলাদেশের জন্য দ্বিতীয় বৃহত্তম শ্রমবাজার হলেও ২০২৪ সালের ৩১ মে মাসের পর মালয়েশিয়া সরকার অভ্যন্তরীণ নীতির কারণে সকল সোর্স কান্ট্রি থেকে কর্মী নেওয়া বন্ধ রেখেছে।
এছাড়া সংযুক্ত আরব আমিরাত, ওমান, বাহরাইন, কাতার, ইরাক, লিবিয়াসহ অন্যান্য গন্তব্যেও শ্রমবাজার বন্ধ রয়েছে বা খুব সীমিত পরিসরে চালু রয়েছে। সৌদি আরবে কর্মী গমন চলমান থাকলেও অনেকেই প্রতিশ্রুতি অনুযায়ী কাজ ও বেতন পাচ্ছেন না। আগত কর্মীরাও নানা সমস্যার সম্মুখীন হচ্ছেন। এসব বিষয়ে রিয়াদস্থ বাংলাদেশ দূতাবাসকে প্রয়োজনীয় নির্দেশনা প্রদান জরুরি।
মানববন্ধনে বক্তব্য রাখেন- বায়রার সদস্য আল-সুপ্ত ওভারসীজের স্বত্বাধিকারী ফরিদ আহমেদ মজুমদার, তাসনিম ওভারসীজের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আনোয়ার হোসেন ভূইয়া, আরমান এয়ার ইন্টারন্যাশনালের স্বত্বাধিকারী অ্যাডভোকেট মোহাম্মদ সাজ্জাদ হোসেন, পূরবী ইন্টারন্যাশনালের স্বত্বাধিকারী মোহাম্মদ মহিউদ্দিন, আল আকাবা এসোসিয়েটের ব্যবস্থাপনা অংশীদার মোহাম্মদ আতিকুর রহমান বিশ্বাস, ফ্রিডম ওভারসীজের স্বত্বাধিকারী কফিল উদ্দিন মজুমদার, আর্থ স্মার্ট বাংলাদেশ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ মাহফুজুর রহমান প্রমুখ।
রাজধানীতে অজ্ঞান পার্টির খপ্পরে পড়ে দুই ক্ষুদ্র কাপড় ব্যবসায়ী ঢামেক হাসপাতাল ভর্তি হয়েছেন। তাদেরকে অচেতন অবস্থায় তাদের উদ্ধার করা হয়। আহতরা হলেন, নরসিংদীর মাদবদী এলাকার ক্ষুদ্র কাপড় ব্যাবসায়ী মো: সজল (৩০), ও আলামিন(২৭)।
৪ ঘণ্টা আগেরাজধানীর শাহজাহানপুর এলাকা থেকে এক অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়েছে। তার নাম পরিচয় জানা যায়নি। তবে অজ্ঞাতনামা পুরুষের বয়স আনুমানিক ৬০ হতে পারে বলে ধারণা করা হচ্ছে।
৪ ঘণ্টা আগেনাগরিকদের কাছে সরকারি সেবা পৌঁছে দিতে রাজধানীতে নতুন তিনটি নাগরিক সেবাকেন্দ্রের যাত্রা শুরু হয়েছে। বুধবার প্রধান উপদেষ্টার ভেরিফায়েড ফেসবুক পেজে দেয়া পোস্টে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
৫ ঘণ্টা আগেমেট্রোরেলের কোনো স্টেশনে গিয়ে কার্ড স্ক্যান করে ভেতরে ঢোকার পর যাত্রা না করে বেরিয়ে গেলে ১০০ টাকা ভাড়া কাটবে মেট্রোরেল কর্তৃপক্ষ। এর আগে কেউ কার্ড স্ক্যান করে স্টেশনের ভেতরে যাওয়ার পাঁচ মিনিটের মধ্যে বেরিয়ে গেলে তাকে কোনো ভাড়া দিতে হতো না। নতুন নিয়মে সেই সুযোগ থাকছে না।
৮ ঘণ্টা আগে