ঢাকায় কাতার রাষ্ট্রের জাতীয় দিবস উদযাপিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় রাজধানী ঢাকার একটি হোটেলে এ দিসব উপদযাপিত হয়।
কাতার দূতাবাসের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অন্তর্বর্তী সরকারের অর্থ ও বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ। এছাড়া উপস্থিত ছিলেন- ঊর্ধ্বতন সরকারি ও সামরিক কর্মকর্তা, কূটনৈতিক মিশন ও আন্তর্জাতিক সংস্থার প্রধানগণ, বাংলাদেশে নিযুক্ত কূটনৈতিক কোরের সদস্য, ব্যবসায়ী, গণমাধ্যমকর্মী এবং সুশীল সমাজের প্রতিনিধিরা।
সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ড. সালেহউদ্দিন আহমেদ বলেন, কাতার ও বাংলাদেশের সম্পর্ক পারস্পরিক শ্রদ্ধা ও সহযোগিতার ভিত্তিতে গড়ে উঠেছে। তিনি বাংলাদেশের বর্তমান অর্থনৈতিক পরিস্থিতি, অন্তর্বর্তীকালীন সরকারের গৃহীত সংস্কারমূলক পদক্ষেপ এবং ব্যবসা ও বিনিয়োগবান্ধব পরিবেশ উন্নয়নের বিষয়ে আলোকপাত করেন। এ সময় তিনি কাতারি বিনিয়োগকারীদের বাংলাদেশের বিভিন্ন খাতে বিনিয়োগের আহ্বান জানান।
ড. সালেহউদ্দিন আহমেদ আঞ্চলিক ও আন্তর্জাতিক পর্যায়ে কাতার রাষ্ট্রের ভূমিকার প্রশংসা করেন, বিশেষ করে মধ্যস্থতা ও শান্তি প্রতিষ্ঠায় দেশটির উদ্যোগের কথা উল্লেখ করেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশে নিযুক্ত কাতার রাষ্ট্রের রাষ্ট্রদূত সেরায়া আলি আল কাহতানি। এতে তিনি বলেন, কাতার ও বাংলাদেশের মধ্যকার দ্বিপাক্ষিক সম্পর্ক সাম্প্রতিক বছরগুলোতে উল্লেখযোগ্যভাবে জোরদার হয়েছে। তিনি জানান, গত বছর কাতার রাষ্ট্রের আমির শেখ তামিম বিন হামাদ আল থানির বাংলাদেশ সফরের সময় বিনিয়োগ, জ্বালানি, শ্রম, সামুদ্রিক যোগাযোগ, শিক্ষা, পর্যটন ও অর্থনৈতিক অংশীদারিত্বসহ বিভিন্ন খাতে একাধিক চুক্তি ও সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়।
রাষ্ট্রদূত আরও বলেন, গত অর্থবছরে দুই দেশের মধ্যে দ্বিপাক্ষিক বাণিজ্যের পরিমাণ প্রায় ২.৫ বিলিয়ন মার্কিন ডলারে পৌঁছেছে। বর্তমানে কাতারে চার লক্ষেরও বেশি বাংলাদেশি নাগরিক কর্মরত রয়েছেন, যারা দেশটির বিভিন্ন খাতে গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছেন।
সংবর্ধনায় কাতার এয়ারওয়েজ, কাতার চ্যারিটি ও কাতার রেড ক্রিসেন্ট অংশগ্রহণ করে। অনুষ্ঠানে কাতার রাষ্ট্রের অর্জন নিয়ে একটি সংক্ষিপ্ত প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হয়। সংবর্ধনায় উপস্থিত অতিথিরা কাতার রাষ্ট্রের জাতীয় দিবস উপলক্ষে শুভেচ্ছা ও অভিনন্দন জানান।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

