আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

ওসমান হাদি হত্যার বিচারের দাবিতে বায়তুল মোকাররমে বিক্ষোভ

স্টাফ রিপোর্টার

ওসমান হাদি হত্যার বিচারের দাবিতে বায়তুল মোকাররমে বিক্ষোভ

ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও বিপ্লবী ছাত্র নেতা শরীফ ওসমান হাদিকে গুলি করে হত্যার ঘটনায় জড়িত খুনিদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তি দাবিতে রাজধানীর বায়তুল মোকাররম জাতীয় মসজিদ এলাকায় বিক্ষোভ করেছে বিভিন্ন সংগঠন।

বিজ্ঞাপন

শুক্রবার জুমার নামাজের পর বায়তুল মোকাররমের উত্তর গেটে বাংলাদেশ খেলাফত ছাত্র মজলিস, খেলাফত মজলিস, মুসলিম লীগ সহ বেশ কয়েকটি দল ও সংগঠন এই বিক্ষোভ সমাবেশ ও মিছিল করে। এ ছাড়া পল্টন থেকে মিছিল বের করে গণঅধিকার পরিষদ।

এসব সমাবেশ থেকে বক্তারা বলেন, অবিলম্বে শরীফ ওসমান হাদির ওপর হামলাকারীদের গ্রেপ্তার করে দ্রুত বিচার করতে হবে। গুলি করে ভারতীয় আগ্রাসন, আধিপত্যবাদ এবং আওয়ামী ফ্যাসিবাদ-বিরোধী লড়াই বন্ধ করা যাবে না।

তারা হাদির ওপর গুলির এবং এ ঘটনায় জড়িতদের এখনো গ্রেপ্তার না করায় প্রশাসনের ব্যর্থতাকে দায়ী করে বলেন, অবিলম্বে অবৈধ অস্ত্র উদ্ধার করতে হবে। একইসঙ্গে আওয়ামী লীগ সন্ত্রাসীদের গ্রেফতারেরও দাবি জানান তারা।

সমাবেশ শেষে বিক্ষোভ মিছিল বের হয়ে পল্টন মোড় সহ আশপাশের সড়ক প্রদক্ষিণ করে। এসব বিক্ষোভ ঘিরে বায়তুল মোকাররম এলাকায় আইনশৃঙ্খলা বাহিনীর কঠোর অবস্থান নিতে দেখা যায়।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর

খুঁজুন