আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

কাঁচপুর সেতুতে গাড়ি চাপায় নিহত ২

আমার দেশ অনলাইন
কাঁচপুর সেতুতে গাড়ি চাপায় নিহত ২

নারায়ণগঞ্জের কাঁচপুর সেতুতে গাড়ি চাপায় দুইজন নিহত হয়েছেন। বৃহস্পতিবার সকালে এ দুর্ঘটনা ঘটে। শিমরাইল হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. জুলহাস উদ্দিন এতথ্য নিশ্চিত করেছেন।

বিজ্ঞাপন

তিনি জানান, একটি বিকল ট্রাককে অপর একটি ট্রাক ঢাকার দিকে টেনে নিয়ে যাচ্ছিল। এ সময় ট্রাকটি ডিভাইডারের সাথে আটকে যায়। পরে ট্রাক রেখে ওই দুই যুবক রাস্তা পারাপার হচ্ছিলেন, এ সময় অজ্ঞাতনামা যানবাহনের চাপায় তাদের মৃত্যু হয়। মরদেহ দুটি উদ্ধার করে কাঁচপুর হাইওয়ে পুলিশ ফাঁড়িতে রাখা হয়েছে।

নিহতদের মধ্যে একজনের নাম মো. রাকিব বলে জানা গেছে। তার বাড়ি রংপুর জেলায়। তবে অপরজনের নাম-পরিচয় এখনও জানা যায়নি। নিহতদের বয়স আনুমানিক ২৪ থেকে ২৫ বছর।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
খুঁজুন