রাজধানীতে নিষিদ্ধ আ. লীগের ৭ জন গ্রেপ্তার

আমার দেশ অনলাইন
প্রকাশ : ২০ অক্টোবর ২০২৫, ১২: ৫৪

রাজধানীতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের সাত নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার ও সোমবার রাজধানীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা শাখা (ডিবি)।

বিজ্ঞাপন

তারা হলেন— রাজধানীর দারুস সালাম ৯ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের ৪ নম্বর ইউনিটের সাধারণ সম্পাদক মো. সাইমন ইসলাম রনি (৪২), সাবেক এমপি ইলিয়াস মোল্লার সহযোগী ও আওয়ামী লীগের সক্রিয় সদস্য মো. রুবেল পেদা (৩০), পিরোজপুরের নাজিরপুর উপজেলা ছাত্রলীগ সভাপতি মো. তরিকুল ইসলাম চৌধুরী তাপস (৩০), নাজিরপুর উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি মো. জানে আলম চৌধুরী ঠান্ডু (৩২), ভান্ডারিয়া উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ঈশান শিকদার মিরাজ (২৬), ব্রাহ্মণবাড়িয়ার কসবা থানাধীন মেহারী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. আল হেলাল (৪৭) এবং ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রলীগের সক্রিয় সদস্য মো. মোরশেদ আলম মুন্না (২৮)।

সোমবার ডিএমপির উপকমিশনার (মিডিয়া) তালেবুর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।

এসএন

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত