টেলিটকের রিচার্জে ভোগান্তি : আস্থাহীনতায় কমছে গ্রাহক

আ. ন. ম. মনির উদ্দিন
প্রকাশ : ২২ এপ্রিল ২০২৫, ১৭: ৪৯

দেশের একমাত্র রাষ্ট্রায়ত্ত মোবাইল নেটওয়ার্ক অপারেটর টেলিটক, যার গ্রাহক সংখ্যা প্রায় ৬৬ লাখ ৩০ হাজার। বেসরকারি অপারেটরদের একচেটিয়া বাজার দখলের বিপরীতে এটি ছিল সরকারের একটি সময়োপযোগী উদ্যোগ। লক্ষ্য ছিল, নাগরিকের কাছে সাশ্রয়ী ও সহজলভ্য টেলিযোগাযোগ সেবা পৌঁছে দেওয়া।

দেশপ্রেম থেকে টেলিটকের দুটি সিম সংগ্রহ করেছিলাম। কিন্তু যতবারই রিচার্জ করতে যাই, ততবারই পড়তে হয় সীমাহীন ভোগান্তিতে। একাধিক দোকান ঘুরেও মিলে না টেলিটকের রিচার্জ।

বিজ্ঞাপন

দোকান মালিকদের অভিযোগ, রাষ্ট্রায়ত্ত অপারেটরটির কোনো কর্মকর্তা যেমন তাদের সঙ্গে যোগাযোগ রাখেন না, তেমনি টেলিটকের রিচার্জে আর্থিক তেমন সুবিধাও পান না তারা। ফলে টেলিটক থেকে মুখ ফিরিয়ে নিয়েছেন।

গ্রাহকদের ধরে রাখা ও দেশের টানে কোনো দোকানি অনলাইন ব্যাংকিং থেকে তাদের নিয়মিত ক্রেতাদের টেলিটকের রিচার্জ দেন। তবে এ সংখ্যা নেহাতই কম।

গ্রাহকপর্যায়ে কেউ কেউ বিকাশ, নগদ, রকেট কিংবা অনলাইন ব্যাংকিংয়ের মাধ্যমে টেলিটকের রিচার্জ করেন। তবে এ পদ্ধতিতে অভ্যস্ত না হওয়ায় অনেকেই দোকানদারের দ্বারস্থ হন। কিন্তু সেখানে রিচার্জ না ভোগান্তিতে পেয়ে পড়েন তারা।

এ ছাড়া নেটওয়ার্ক কভারেজ সমস্যা, অভিযোগের সমাধান না পাওয়াসহ নানা সংকট তো আছেই। এসব কারণে হাজার হাজার কোটি টাকার সরকারি অর্থ ব্যয় করা সত্ত্বেও গ্রাহক হারাচ্ছে টেলিটক।

গ্রাহক পরিসংখ্যানের ভিত্তিতে এক প্রতিবেদনে বলা হয়, ২০২৩ সালে একমাত্র অপারেটর হিসেবে গ্রাহক হারিয়েছিল টেলিটক। ওই বছর ২ লাখ ৩০ হাজার কমে এর গ্রাহক সংখ্যা দাঁড়ায় ৬৪ লাখ ৬০ হাজার।

গত বছরের ৩০ জুন শেষ হওয়া অর্থবছরে টেলিটকের মোট লোকসানের পরিমাণ দাঁড়ায় ১ হাজার ৩৩৭ কোটি টাকা, যা প্রতিষ্ঠার পর থেকে নিট লোকসানের ধারাবাহিক প্রবণতার প্রতিফলন।

২০২২-২৩ অর্থবছরের আর্থিক প্রতিবেদন বলছে, ২০০৪ সালের ডিসেম্বরে যাত্রা শুরুর পর থেকে ২০১০-১১ ও ২০১২-১৩ অর্থবছর ছাড়া কখনো মুনাফা করতে পারেনি টেলিটক। ক্রমবর্ধমান লোকসানের কারণে এখন সরকারের বোঝা হয়ে দাঁড়িয়েছে অপারেটরটি।

আমরা মনে করি, রিচার্জ সহজলভ্য করার পাশাপাশি টেলিটকের সার্বিক সেবা উন্নত না করলে এই সংকট আরো গভীর হবে। তাই সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে অনুরোধ, গ্রাহকের দীর্ঘদিনের ভোগান্তির বিষয়টি গুরুত্বসহকারে বিবেচনা করে দ্রুত এর সমাধান করুন।

লেখক: গণমাধ্যমকর্মী

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত