রূপালী ব্যাংক পিএলসির স্থানীয় কার্যালয় শ্রেণিকৃত ঋণ আদায়ে সর্বোচ্চ সাফল্য অর্জন করেছে। ২০২৫ সালে শাখাটি খেলাপি ঋণ হতে আদায় করেছে ৪ হাজার কোটি টাকা; এর মধ্যে নগদে ৪৫০ কোটি টাকা এবং অবলোবনকৃত ঋণ হতে আদায় করেছে ৯ কোটি টাকা। এ উল্লেখযোগ্য অর্জন ব্যাংকের স্থানীয় কার্যালয়ের আদায় কার্যক্রমে একটি নতুন মাইলফলক হিসেবে বিবেচিত হচ্ছে।
বৃহস্পতিবার দিলকুশাস্থ ব্যাংকের স্থানীয় কার্যালয়ে এ সাফল্য উদযাপনে এবং সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীদের উদ্বুদ্ধ করতে ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক কাজী মো. ওয়াহিদুল ইসলাম উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক তাহমিনা আখতার এবং আদায় বিভাগের মহাব্যবস্থাপক মোহাম্মদ শাজাহান চৌধুরী।
এছাড়াও উপস্থিত ছিলেন স্থানীয় কার্যালয়ের মহাব্যবস্থাপক আবু নাসের মোহাম্মদ মাসুদ, স্থানীয় কার্যালয়ের উপ-মহাব্যবস্থাপক ও আদায় বিভাগের প্রধান এন.এম আলী ইমামসহ বিভিন্ন স্তরের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।
অনুষ্ঠানে ব্যবস্থাপনা পরিচালক তাঁর বক্তব্যে বলেন, ব্যাংকের স্থানীয় কার্যালয়ের ইতিহাসে সর্বোচ্চ এই সাফল্য রূপালী ব্যাংকের আর্থিক শৃঙ্খলা সুদৃঢ়করণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তিনি এ অর্জনের ধারাবাহিকতা বজায় রাখতে সকল কর্মকর্তা-কর্মচারীকে নিষ্ঠা ও পেশাদারিত্বের সঙ্গে কাজ করার আহ্বান জানান।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

