ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসির সাবেক ডেপুটি এক্সিকিউটিভ প্রেসিডেন্ট (ডিএমডি) মো. বেলায়েত হোসেনের (৭৯) প্রথম মৃত্যুবার্ষিকী পালন করা হবে শুক্রবার (৯ জানুয়ারি)।
এ উপলক্ষে জুমার নামাজের পর পরিবারের পক্ষ থেকে মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। একই সঙ্গে মরহুমের জন্য সবার কাছে দোয়া প্রার্থনা করা হয়েছে।
মো. বেলায়েত হোসেন গত বছর এই দিনে ঢাকার একটি হাসপাতালে ইন্তেকাল করেন। দীর্ঘ কয়েক দশক তিনি ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি-তে সুনামের সঙ্গে দায়িত্ব পালন করেন এবং দেশের নৈতিক ও ইসলামী ব্যাংকিং ব্যবস্থার প্রসারসহ ব্যাংকের কার্যক্রম শক্তিশালী করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। তার পেশাদারিত্ব, সততা ও দায়িত্ববোধের জন্য তিনি সর্বমহলে শ্রদ্ধাভাজন ছিলেন।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

