আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় রূপালী ব্যাংক পরিচালনা পর্ষদের বিশেষ দোয়া

আতিকুর রহমান নগরী

খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় রূপালী ব্যাংক পরিচালনা পর্ষদের বিশেষ দোয়া

রূপালী ব্যাংক পিএলসি’র পরিচালনা পর্ষদের সভায় বিএনপির চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার দ্রুত রোগমুক্তি ও সুস্থতা কামনায় এক বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। আজ, ৩ ডিসেম্বর দিলকুশাস্থ ব্যাংকের প্রধান কার্যালয়ের বোর্ড রুমে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে তিনবারের প্রধানমন্ত্রী হিসেবে বেগম খালেদা জিয়ার গণতন্ত্র প্রতিষ্ঠায় ভূমিকা, দীর্ঘ রাজনৈতিক সংগ্রাম, ত্যাগ ও অবদান স্মরণের পাশাপাশি তাঁর দ্রুত আরোগ্য কামনায় বিশেষ মোনাজাত করা হয়।

বিজ্ঞাপন

এতে উপস্থিত ছিলেন পরিচালনা পর্ষদের চেয়ারম্যান মো. নজরুল হুদা। এছাড়াও ব্যাংকের পরিচালক এ বি এম আব্দুস সাত্তার, মো. আবু ইউসুফ মিয়া, সোয়ায়েব আহমেদ, মুজিব আহমদ সিদ্দিকী, এ এইচ এম মঈন উদ্দীন, এ.বি.এম শওকত ইকবাল শাহিন ও ব্যবস্থাপনা পরিচালক কাজী মো. ওয়াহিদুল ইসলামসহ ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালকবৃন্দ উপস্থিত ছিলেন।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
Loading...