আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

বেগম খালেদা জিয়ার আত্মার মাগফেরাত কামনায় রূপালী ব্যাংকে দোয়া

আমার দেশ অনলাইন

বেগম খালেদা জিয়ার আত্মার মাগফেরাত কামনায় রূপালী ব্যাংকে দোয়া
ছবি: আমার দেশ।

বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী ও তিনবারের সফল প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ইন্তেকালে তাঁর বিদেহী আত্মার মাগফেরাত কামনায় রাষ্ট্রায়ত্ব রূপালী ব্যাংক পিএলসিতে বিশেষ দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে।
বৃহস্পতিবার (১ জানুয়ারি) দিলকুশাস্থ ব্যাংকের প্রধান কার্যালয়ের বোর্ড রুমে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। দোয়া মাহফিলে মরহুমার রুহের মাগফেরাত এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানিয়ে বিশেষ মোনাজাত করা হয়।

এ সময় ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক কাজী মো. ওয়াহিদুল ইসলাম দোয়া মাহফিলে অংশ নেন। এতে উপস্থিত ছিলেন উপব্যবস্থাপনা পরিচালক পারসুমা আলম, হাসান তানভীর ও মো. হারুনুর রশীদ।

বিজ্ঞাপন

দোয়া মাহফিলে আরো উপস্থিত ছিলেন ব্যাংকের মহাব্যবস্থাপক মোহাম্মদ শাহেদুর রহমান, মোহাম্মদ শাহজাহান চৌধুরী, মোহাম্মদ সাফায়েত হোসেন, মো. মঈনুদ্দিন মাসুদ, সালামুন নেছা, আবু নাসের মো. মাসুদ, তানভীর হাসনাইন মইন, শেখ মনজুর করিম এবং চিফ ইনফরমেশন টেকনোলজি অফিসার মো. অহিদুল ইসলাম সরকারসহ ব্যাংকের বিভিন্ন স্তরের কর্মকর্তা-কর্মচারীগণ দোয়া মাহফিলে অংশগ্রহণ করেন।
এছাড়াও ব্যাংকের ১১ টি বিভাগের মহাব্যবস্থাপক ও বিভাগীয় প্রধান, সকল জোনাল ম্যানেজার ও শাখা ব্যবস্থাপক এতে ভার্চ্যুয়ালি অংশ নেন।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
Loading...