আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

বছরে ১৫ শতাংশ লেনদেন বেড়েছে নগদের

আমার দেশ অনলাইন

বছরে ১৫ শতাংশ লেনদেন বেড়েছে নগদের

সদ্য বিদায়ী বছরে প্রায় ৩ লাখ ৮০ হাজার কোটি টাকার লেনদেন হয়েছে ডাকবিভাগের ডিজিটাল আর্থিক সেবা কোম্পানি নগদে।

এর আগের বছর, অর্থাৎ ২০২৪ সালে লেনদেন হয়েছিল প্রায় ৩ লাখ ৩০ হাজার কোটি টাকা। সে হিসেবে এবার ১৫ শতাংশ লেনদেন বেড়েছে।

বিজ্ঞাপন

বৃহস্পতিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে নগদ বলেছে, ডিসেম্বর মাসেও নগদের গ্রাহকরা ৩৫ হাজার ৫৩০ কোটি টাকা লেনদেন করেছেন। এক মাসে লেনদেনের হিসাবে এটি সর্বোচ্চ।

নগদের প্রশাসক মো. মোতাছিম বিল্লাহ বলেন, নগদ সবসময় তার গ্রাহকদের জন্য কিছু করার চেষ্টা করেছে, তার অংশ হিসেবে বিভিন্ন ক্যাম্পেইন থাকে বছরের বিভিন্ন সময়ে। এ ছাড়া বাজারের সর্বনিম্ন ক্যাশ আউট চার্জতো আছেই।

রেকর্ড এই লেনদেনের অধিকাংশই ক্যাশ ইন, ক্যাশ আউট, সেন্ড মানি, বিভিন্ন পেমেন্ট, সেবা প্রতিষ্ঠানের বিল প্রদান, মোবাইল রিচার্জ ও রেমিট্যান্সের অঙ্ক।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
Loading...