আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

নবীন শিল্পী প্রদর্শনীতে আলোচনায় শান্ত-মারিয়ামের ‘কম্পননামা’

আমার দেশ অনলাইন
নবীন শিল্পী প্রদর্শনীতে আলোচনায় শান্ত-মারিয়ামের ‘কম্পননামা’

বাংলাদেশ শিল্পকলা একাডেমির উদ্যোগে জাতীয় চিত্রশালা প্রাঙ্গণে শুরু হয়েছে ২৪তম নবীন শিল্পী চারুকলা প্রদর্শনী। বৃহস্পতিবার বিকেলে আনুষ্ঠানিকভাবে প্রদর্শনীর উদ্বোধন করেন সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা ও খ্যাতিমান নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকী।

অনুষ্ঠানে পুরস্কারপ্রাপ্ত শিল্পীদের সম্মাননা প্রদান করা হয়। বিশেষ অতিথি ছিলেন শান্ত-মারিয়াম বিশ্ববিদ্যালয়ের বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান ও বরেণ্য চিত্রশিল্পী অধ্যাপক মোস্তাফিজুল হক এবং শিল্পী অধ্যাপক ড. আব্দুস সাত্তার।

বিজ্ঞাপন

অনুষ্ঠানের বিশেষ অতিথি ও প্রদর্শনীর বিচারক মন্ডলীর সভাপতি- শান্ত-মারিয়াম বিশ্ববিদ্যালয়ের বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান চিত্রশিল্পী অধ্যাপক মোস্তাফিজুল হক প্রতিভাবান নবীন শিল্পীদের কাজের ভূয়সী প্রশংসা করে বলেন, আমাদের ছেলেদের কাজে বরাবরই আমি আস্থাশীল ছিলাম, এবারের কাজে রীতিমতো আমি এক্সাইটেড, ওদের কাজ আন্তর্জাতিক মানের।

দেশের বিভিন্ন শিল্প ও শিক্ষাপ্রতিষ্ঠানের অংশগ্রহণে অনুষ্ঠিত এ প্রদর্শনীতে শান্ত-মারিয়াম ইউনিভার্সিটি অব ক্রিয়েটিভ টেকনোলজি উপস্থাপন করেছে ব্যতিক্রমী স্থাপনাশিল্প প্রজেক্ট ‘কম্পননামা’। ডিপার্টমেন্ট অব ফাইন আর্টসের সহকারী অধ্যাপক মো. মাইদুল ইসলাম খানের কিউরেটিং ও সহকারী কিউরেটর মোহাম্মদ মাহমুদুল হাসানের নেতৃত্বে গঠিত ১২ সদস্যের টিম প্রজেক্টটি নির্মাণ করে।

‘কম্পননামা’ শিল্পকর্মে ভূমিকম্প, প্রাচীন লোকবিশ্বাস ও আধুনিক বাস্তবতার সমন্বয় ঘটেছে। প্রজেক্টের কেন্দ্রে রয়েছে মরিচাধরা ধাতব টেক্সচারের মহিষের মাথা, যা পৃথিবী বিশাল প্রাণীর পিঠে দাঁড়িয়ে আছে-এমন প্রাচীন মিথের প্রতীক। পেছনের ফাটলধরা বিপর্যস্ত নগরী ভূমিকম্পের ধ্বংসযজ্ঞকে বাস্তবিকভাবে ফুটিয়ে তোলে। স্থাপনায় ব্যবহৃত রঙ, আকার ও প্রতীকসমূহ প্রকৃতির শক্তি ও মানুষের ভঙ্গুরতাকে তুলে ধরা হয়।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
খুঁজুন