সাধারণ বীমা কর্পোরেশন ২০২৫-২৬ অর্থ বছরে লভ্যাংশ বাবদ ৫০ কোটি টাকা অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদের নিকট সাধারণ বীমা কর্পোরেশনের পর্ষদ চেয়ারম্যান মোহাম্মদ জয়নুল বারী (অবসরপ্রাপ্ত সচিব) হস্তান্তর করেন। মঙ্গলবার তারা এ অর্থ প্রদান করেন।
এ সময় উপস্থিত ছিলেন আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব নাজমা মোবারেক এবং সাধারণ বীমা কর্পোরেশন এর ব্যবস্থাপনা পরিচালক (অতিরিক্ত সচিব) মোঃ হারুন-অর-রশিদ। এছাড়া আর্থিক প্রতিষ্ঠান বিভাগের মো. আজিমুদ্দিন বিশ্বাস (অতিরিক্ত সচিব), মো. সাঈদ কুতুব (অতিরিক্ত সচিব), শেখ ফরিদ (যুগ্ম সচিব) এবং সাধারণ বীমা কর্পোরেশনের জেনারেল ম্যানেজার (অর্থ) বিবেকানন্দ সাহা এবং ডেপুটি জেনারেল ম্যানেজার (কেন্দ্রীয় হিসাব বিভাগ) এ. কে. মাকসুদুল আহসান ভুইয়া উপস্থিত ছিলেন। ২০২৫ আয় বছরে লভ্যাংশ ছাড়াও আয়কর ও মূসক হিসেবে সাধারণ বীমা কর্পোরেশন ২৩০,৬১,০০,০০০/- ( দুইশত ত্রিশ কোটি একষট্টি লক্ষ) টাকা রাষ্ট্রীয় কোষাগারে জমা প্রদান করেছে।
উল্লেখ্য, সাধারণ বীমা কর্পোরেশন নিয়মিতভাবে সরকারকে উল্লেখযোগ্য অর্থ লভ্যাংশ হিসাবে প্রদান করছে। গত ১০ বছরে সাধারণ বীমা কর্পোরেশন লভ্যাংশ, আয়কর ও ভ্যাট বাবদ প্রায় ২,৮৮০ কোটি টাকা সরকারি কোষাগারে জমা দিয়েছে। আর্থিক প্রতিষ্ঠান বিভাগের আওতাধীন রাষ্ট্রমালিকানাধীন কর্পোরেশন/বাণিজ্যিক প্রতিষ্ঠানের মধ্যে সাধারণ বীমা কর্পোরেশন ২০২৫-২৬ অর্থ বছরে সর্বোচ্চ অংকের লভ্যাংশ প্রদান করেছে।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

