আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

দেশকে ভারতীয় আধিপত্যবাদ মুক্ত করতে তরুণদের ঐক্যবদ্ধ হতে হবে: জাকসু জিএস

আমার দেশ অনলাইন

দেশকে ভারতীয় আধিপত্যবাদ মুক্ত করতে তরুণদের ঐক্যবদ্ধ হতে হবে: জাকসু জিএস

বাংলাদেশকে ভারতীয় আধিপত্যবাদ, দুর্নীতি, লুটপাট ও স্বৈরতন্ত্র থেকে মুক্ত করতে তরুণ সমাজকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জাকসু)-এর সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম।

মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং (ইইই) বিভাগের ২৩ ও ২৪তম ব্যাচের বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীসহ তরুণ সমাজের প্রতি এ আহ্বান জানান।

বিজ্ঞাপন

বুধবার, ২৪ ডিসেম্বর আশুলিয়ায় বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাসের অডিটোরিয়ামে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

মাজহারুল ইসলাম বলেন, ‘তরুণ সমাজ সচেতন না হলে আমাদের এই জনপদে ব্রিটিশ শাসন থেকে শুরু করে পাকিস্তান আমল ও স্বৈরাচারী আওয়ামী লীগ সরকারের মতো লুটপাটের ধারাবাহিকতা অব্যাহত থাকবে। তখন দেশকে ভারতীয় আধিপত্যবাদ থেকে মুক্ত করা সম্ভব হবে না।’

তিনি আরও বলেন, ‘দুর্নীতি, লুটপাট, আধিপত্যবাদ ও স্বৈরতন্ত্রের বিরুদ্ধে তরুণদেরই ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ গড়ে তুলতে হবে। অন্যথায় কাঙ্ক্ষিত পরিবর্তন কখনোই আসবে না।’

ইইই বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর এরশাদুল হক চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্কুল অব ইঞ্জিনিয়ারিং, সায়েন্স অ্যান্ড টেকনোলজির ডিন প্রফেসর ড. মো. মিজানুর রহমান এবং ভারপ্রাপ্ত রেজিস্ট্রার এ. এইচ. এম. আবু সাঈদ।

প্রধান অতিথির বক্তব্যে মাজহারুল ইসলাম বিদায়ী শিক্ষার্থীদের ভবিষ্যৎ জীবনের সাফল্য ও সমৃদ্ধি কামনা করে বলেন, ‘দেশের প্রতিটি মানুষই ন্যায়ভিত্তিক সমাজ, দুর্নীতিমুক্ত রাষ্ট্র ও সুষ্ঠু নির্বাচন চায়। কিন্তু সমস্যা তৈরি হয় তখনই, যখন ব্যক্তি নিজ জীবনে সততা বজায় রাখতে ব্যর্থ হয়। ফলে সমাজ ও রাষ্ট্রের কাঙ্ক্ষিত পরিবর্তন বাধাগ্রস্ত হয়।’

তিনি জুলাই বিপ্লবে মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির দুই শহীদ— শাকিল হোসেন পারভেজ ও আহনাফ আবির আশরাফুল্লাহকে গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করে বলেন, ‘জুলাই বিপ্লবে যারা জীবন উৎসর্গ করেছেন, আমরা কি সত্যিই তাদের চেতনা ধারণ করতে পারছি— এটি আত্মসমালোচনার বিষয়।’

ব্যক্তিস্বার্থ, অবৈধ সম্পদ অর্জন ও কালো টাকার লোভ জুলাই বিপ্লবের অর্জনকে বাধাগ্রস্ত করছে বলেও মন্তব্য করেন তিনি।

বিদায়ী শিক্ষার্থীদের উদ্দেশ্যে তিনি বলেন, ‘আপনারা ইঞ্জিনিয়ার হিসেবে বের হচ্ছেন। এখন প্রশ্ন হলো— দেশের প্রতি আপনাদের দায়বদ্ধতা কী? যদি পেশাগত জীবনে সততা ও স্বচ্ছতা বজায় রাখতে পারেন, তাহলে দেশ গঠনে আপনাদের ভূমিকা অনস্বীকার্য হবে।’

অন্যথায় ভবিষ্যতেও দেশ লুটপাট, দুর্নীতি ও আধিপত্যবাদের চক্রে আবদ্ধ থাকবে বলেও সতর্ক করেন তিনি।

অনুষ্ঠানে সৌদি আরবের জেদ্দায় কিং আব্দুল আজিজ ইউনিভার্সিটিতে পিএইচডি গবেষণায় অধ্যয়নরত মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ইইই বিভাগের সহকারী অধ্যাপক রফিকুল ইসলাম ভিডিও বার্তায় ২৩ ও ২৪তম ব্যাচের বিদায়ী শিক্ষার্থীদের স্মরণে ‘তারাদের গল্প’ শীর্ষক একটি কবিতা আবৃত্তি করেন।

এতে ছাত্র বিষয়ক বিভাগের ভারপ্রাপ্ত পরিচালক আবদুল মতিন, ইইই বিভাগের সহকারী অধ্যাপক মীর আমিনুজ্জামান, দিন ইসলামসহ অন্যান্য শিক্ষক ও কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন