আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

কক্সবাজারে এমজিআই এফএমসিজি ডিভিশনের বাৎসরিক সেলস কনফারেন্স

আমার দেশ অনলাইন

কক্সবাজারে এমজিআই এফএমসিজি ডিভিশনের বাৎসরিক সেলস কনফারেন্স

কক্সবাজারে অনুষ্ঠিত হয়েছে দেশের অন্যতম শীর্ষস্থানীয় শিল্পগোষ্ঠী মেঘনা গ্রুপ অব ইন্ডাস্ট্রিজ (এমজিআই)-এর এফএমসিজি ডিভিশনের বাৎসরিক সেলস কনফারেন্স ২০২৫। কক্সবাজারের সি পার্ল বিচ রিসোর্ট অ্যান্ড স্পা-তে সম্প্রতি দুইটি পর্বে আয়োজিত এই কনফারেন্সে এফএমসিজি ডিভিশনের ১০টি সেলস লাইনের প্রায় ১১০০ জন সেলস কর্মকর্তা ও প্রতিনিধি অংশগ্রহণ করেন।

‘টুগেদার উই রাইজ’ প্রতিপাদ্যকে সামনে রেখে আয়োজিত এ কনফারেন্সে আগামী বছরগুলোতে নির্ধারিত লক্ষ্য অর্জনে সম্মিলিতভাবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করা হয়। সেলস কনফারেন্স ২০২৫-এ প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যুক্ত হন এমজিআই চেয়ারম্যান ও ম্যানেজিং ডিরেক্টর মোস্তফা কামাল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এমজিআই ডিরেক্টর তাহমিনা মোস্তফা।

বিজ্ঞাপন

প্রধান অতিথির বক্তব্যে মোস্তফা কামাল বলেন, দেশের আর্থ-সামাজিক প্রেক্ষাপটে পরিবর্তনের ফলে মানুষের জীবনযাত্রার মান উন্নত হয়েছে। সময়ের সাথে তাল মিলিয়ে মানসম্মত ও নতুন নতুন পণ্য উৎপাদন এবং সেগুলো ভোক্তাদের কাছে সহজলভ্য করে তুলতে এমজিআই আগামীতেও কাজ করে যাবে। এ লক্ষ্যে সবার সম্মিলিত প্রচেষ্টার ওপর গুরুত্বারোপ করে তিনি বলেন, এক লক্ষ্যে একসাথে এগিয়ে গেলে কোনো বাধাই অগ্রযাত্রাকে থামাতে পারবে না।

বিশেষ অতিথির বক্তব্যে তাহমিনা মোস্তফা বলেন, ফ্যাক্টরি, সাপ্লাই চেইন, ফাইন্যান্স, ব্র্যান্ড, অপারেশনস এবং সেলস লিডার—সবাই এফএমসিজি পরিবারের অবিচ্ছেদ্য অংশ। সেলস কোনো আলাদা বিভাগ নয়, বরং এটি সবার সম্মিলিত কমিটমেন্ট। তিনি ২০২৬ সালে শৃঙ্খলা, কঠোর পরিশ্রম ও নিষ্ঠার সঙ্গে কাজ করে বাজারে ফ্রেশ, নাম্বার ওয়ান ও অ্যাক্টিফিট ব্র্যান্ডের শক্ত অবস্থান ধরে রাখার অঙ্গীকারের কথাও তুলে ধরেন।

কনফারেন্সে আরো উপস্থিত ছিলেন এমজিআই চিফ অ্যাকাউন্টস অফিসার মোঃ রহমতুল্লাহ খন্দকার, চিফ হিউম্যান রিসোর্সেস অফিসার আতিক উজ জামান খান, সিনিয়র জিএম ও হেড অব অ্যাকাউন্টস এস এম মুজিবুর রহমান, সিনিয়র জেনারেল ম্যানেজার (ব্র্যান্ড) কাজী মোঃ মহিউদ্দিন, এসবিইউ হেড কাজী তৌহিদুজ্জামানসহ বিভিন্ন ফ্যাক্টরি ও সেলস লাইন হেড এবং অন্যান্য বিভাগের কর্মকর্তাবৃন্দ।

সেলস কনফারেন্সে আগামী দিনের লক্ষ্য অর্জনে কৌশলগত পরিকল্পনা ও বাস্তবায়ন প্রক্রিয়া নিয়ে আলোচনা করা হয়। পাশাপাশি টিম বিল্ডিং অ্যাক্টিভিটি, সেলস চ্যাম্পিয়ন, সেলস হিরো ও লং সার্ভিস অ্যাওয়ার্ড প্রদান করা হয়। প্রতিটি পর্বেই ছিল স্বনামধন্য শিল্পীদের মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশনা।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন