আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

ঢাকায় কনকা, গ্রি ও হাইকো ইলেকট্রনিক্স গ্রুপের ‘পার্টনারস মিট’ অনুষ্ঠিত

আমার দেশ অনলাইন

ঢাকায় কনকা, গ্রি ও হাইকো ইলেকট্রনিক্স গ্রুপের ‘পার্টনারস মিট’ অনুষ্ঠিত
রাজধানীর একটি হোটেলে ইলেকট্রোমার্ট গ্রুপের ‘পার্টনারস মিট ২০২৬’ অনুষ্ঠানের একটি মুহূর্ত। ছবি: সংগৃহীত

রাজধানী ঢাকার একটি হোটেলে অনুষ্ঠিত হয়েছে বিশ্বের শীর্ষস্থানীয় ইলেকট্রনিক্স ব্র্যান্ড কনকা, গ্রি ও হাইকো পণ্যের উৎপাদন ও বিপণনকারী প্রতিষ্ঠান ইলেকট্রোমার্ট গ্রুপের ‘পার্টনারস মিট ২০২৬’।

দেশের বিভিন্ন অঞ্চল থেকে এক হাজারেরও বেশি চ্যানেল পার্টনার ও সহযোগী এই পার্টনারস মিটে অংশ নিয়েছেন। পার্টনারস মিটের মূল উদ্দেশ্য ছিল পার্টনারদের সঙ্গে সম্পর্ক আরো সুদৃঢ় করা, ভবিষ্যৎ ব্যবসায়িক পরিকল্পনা তুলে ধরা এবং সফল পার্টনারদের সম্মাননা প্রদান।

বিজ্ঞাপন

সম্মেলনের উদ্বোধনী বক্তব্যে গ্রুপের চেয়ারম্যান মোহাম্মদ নুরুন নেওয়াজ সেলিম উপস্থিত ব্যবসায়িক পার্টনার ও অতিথিদের ধন্যবাদ জানান। তিনি বলেন, তিন দশকেরও বেশি সময় ধরে বিশ্ববিখ্যাত কনকা, বিশ্বসেরা গ্রি ও বিশ্বমানের হাইকো ব্র্যান্ডের ইলেকট্রনিক্স পণ্য দেশের গ্রাহকদের কাছে প্রচার, প্রসার ও বিপণনে পার্টনারদের অবদান অনস্বীকার্য।

তিনি বলেন, দেশের গ্রাহকদের চাহিদা অনুযায়ী সর্বোচ্চ গুণগত মান বজায় রেখে সাশ্রয়ী মূল্যে পণ্য সরবরাহ নিশ্চিত করতে ইলেকট্রোমার্ট গ্রুপ নিরলসভাবে কাজ করে যাচ্ছে। এরই অংশ হিসেবে নারায়ণগঞ্জে আধুনিক কারখানা স্থাপন করে দেশে ইলেকট্রনিক্স পণ্য উৎপাদন শুরু করা হয়েছে এবং নিয়মিত নিত্যনতুন মডেল বাজারে যুক্ত করা হচ্ছে।

পার্টনারস মিটে গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক মো. নুরুল আমিন বলেন, এক সময় বাংলাদেশের ইলেকট্রনিক্স খাত সম্পূর্ণ আমদানিনির্ভর ছিল। শিল্পবান্ধব নীতির কারণে এখন এই খাত ধীরে ধীরে স্বনির্ভরতার পথে এগিয়ে যাচ্ছে। কনকা, গ্রি ও হাইকো ব্র্যান্ডের পণ্য এখন বাংলাদেশেই উৎপাদিত হচ্ছে এবং খুব শিগগিরই ‘মেইড ইন বাংলাদেশ’ নামে আন্তর্জাতিক বাজারে রপ্তানি করা হবে।

ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর মোহাম্মদ নুরুচ্ছাফা বাবু বলেন, ‘দেশব্যাপী আমাদের পার্টনারদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ এই সম্মেলনকে নতুন উচ্চতায় নিয়ে গেছে। দীর্ঘ এই পথচলায় সবার সহযোগিতা, পরিশ্রম ও আন্তরিকতাই আমাদের মূল শক্তি।’ ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর মো. নুরুল আফছার জানান, কনকা, গ্রি ও হাইকোর ইলেকট্রনিক্স পণ্য বর্তমানে বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চল পর্যন্ত গ্রাহকদের কাছে পৌঁছে গেছে। আধুনিক প্রযুক্তি, টেকসই গুণগত মান, বিক্রয়োত্তর সেবা ও সাশ্রয়ী মূল্যের কারণে এই ব্র্যান্ডগুলো এখন দেশজুড়ে গ্রাহকদের প্রথম পছন্দে পরিণত হয়েছে। এ সময় তিনি নতুন মডেলের বিশেষ বৈশিষ্ট্য ও সুবিধাসমূহ তুলে ধরেন।

পার্টনারস মিটে অংশগ্রহণকারী পার্টনাররা তাদের ব্যবসায়িক অভিজ্ঞতা বিনিময়ের পাশাপাশি বিভিন্ন অঞ্চলে পণ্যের ক্রমবর্ধমান চাহিদার কথা তুলে ধরেন। তারা আশাবাদ ব্যক্ত করেন, অদূর ভবিষ্যতে কনকা, গ্রি ও হাইকো ব্র্যান্ড বাংলাদেশের ইলেকট্রনিক্স বাজারের প্রতিটি ক্যাটাগরিতে শীর্ষস্থান অর্জন করবে।

পার্টনারস মিটের শেষ পর্বে ২০২৫ সালের ব্যবসায়িক পারফরম্যান্সের ভিত্তিতে শীর্ষস্থানীয় পার্টনারদের সম্মাননা ও ক্রেস্ট দেওয়া হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইলেকট্রোমার্ট গ্রুপের পরিচালক মোহাম্মদ সাজ্জাদ ইবনে নেওয়াজ, নুরুল আজিম সানি, জিএম মাহমুদুন নবী চৌধুরী ও প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন