অনেকদিন পর একসঙ্গে দেখা যাবে শহীদুজ্জামান সেলিম ও রোজী সিদ্দিকীকে! বাস্তবের এই দম্পতি এক সময় জুটিবদ্ধ হয়ে বহু নাটকে অভিনয় করেছেন।
সম্প্রতি চ্যানেল আইয়ের জন্য নির্মিত বিশেষ টেলিফিল্মে সেলিম-রোজী জুটিবদ্ধ হয়ে অভিনয় করেছেন। এটির নাম ‘হিমি’, যা পরিচালনা করেছেন সাজ্জাদ হোসাইন বাপ্পী।
টেলিফিল্মে এ প্রজন্মের আরো এক জনপ্রিয় ইয়াশ রোহান ও তানজিম সাইয়ারা তটীনিকে দেখা যাবে। টেলিছবিতে আরও অভিনয় করেছেন সাবিহা জামানসহ অনেকে।
লাক্স নিবেদিত এ টেলিফিল্মটি চ্যানেল আইতে প্রচার হবে আগামীকাল, বুধবার, ২৮ জানুয়ারি, বিকেল ৩টা ৫ মিনিটে।
শহীদুজ্জামান সেলিম ১৯৯৩ সালে অভিনেত্রী রোজী সিদ্দিকীকে বিয়ে করেন। সেই থেকে এখন অবধি একই ছাদের নিচে প্রেম-ভালোবাসায় ভরে উঠেছে তাদের সংসার। তমা ও শ্রীমা নামের দুই কন্যা আলোকিত করে রেখেছে তাদের ঘর।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

