আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

তারেক রহমানের অপেক্ষায় উত্তরায় কানায় কানায় পূর্ণ সভাস্থল

স্টাফ রিপোর্টার

তারেক রহমানের অপেক্ষায় উত্তরায় কানায় কানায় পূর্ণ সভাস্থল
উত্তরা ৬ নম্বর সেক্টরের কেন্দ্রীয় ঈদগাহ মাঠে বিএনপির জনসভায় লোকজনের ভিড়। ছবি: আমার দেশ

বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের অপেক্ষায় রাজধানীর উত্তরায় কানায় কানায় পূর্ণ হয়েছে সমাবেশস্থল। পূর্ব নির্ধারিত সময় অনুযায়ী, মঙ্গলবার সন্ধ্যা ৬টায় গাজীপুর এবং সন্ধ্যা ৭টায় উত্তরার সভায় পৌঁছানোর কথা থাকলেও ময়মনসিংহের কর্মসূচি দীর্ঘ হওয়ায় সময়সূচিতে সামান্য পরিবর্তন এসেছে।

এর আগে তারেক রহমান ময়মনসিংহের এক বিশাল জনসভায় বক্তব্য দেন। সেখানকার কর্মসূচি শেষে ফেরার পথে গাজীপুরে সংক্ষিপ্ত পথসভায় অংশ নেওয়ার কথা রয়েছে তার। এরপর সর্বশেষ গন্তব্য হিসেবে তিনি যোগ দেবেন উত্তরার জনসভায়।

বিজ্ঞাপন

ঢাকা-১৮ আসনে বহুল প্রতীক্ষিত এ জনসভা উত্তরা ৬ নম্বর সেক্টরের কেন্দ্রীয় ঈদগাহ মাঠে অনুষ্ঠিত হচ্ছে।

এদিকে বিকেল গড়াতেই উত্তরার ৬ নম্বর সেক্টরের ঈদগাহ মাঠে নেতাকর্মী ও সাধারণ মানুষের ঢল নামে। সময় বাড়ার সঙ্গে সঙ্গে সভাস্থল পরিণত হয় জনসমুদ্রে। ব্যানার, ফেস্টুন ও দলীয় পতাকায় রঙিন হয়ে উঠেছে পুরো এলাকা। স্লোগানে স্লোগানে মুখর উত্তরা।

তারেক রহমানের আগমনের অপেক্ষায় প্রহর গুনছেন হাজারো নেতাকর্মী ও সমর্থকরা। আয়োজকদের প্রত্যাশা, নেতা মঞ্চে ওঠার আগেই এই সমাবেশ রেকর্ড সংখ্যক জনসমাগমে রূপ নেবে।

রাজনৈতিক অঙ্গনে আজকের এই জনসভাকে ঢাকা-১৮ আসনের নির্বাচনি মাঠে গুরুত্বপূর্ণ শক্তি প্রদর্শন হিসেবে দেখা হচ্ছে।

ঢাকা-১৮ আসনের বিএনপি মনোনীত প্রার্থী এস এম জাহাঙ্গীর হোসেন বলেন, দীর্ঘদিন পর তারেক রহমানের সরাসরি নির্বাচনি বক্তব্যকে কেন্দ্র করে এই জনসভা উত্তরার রাজনৈতিক অঙ্গনে বিশেষ গুরুত্ব বহন করছে। আজকের জনসভা আগামী নির্বাচনে দলীয় অবস্থান আরও শক্তিশালী করবে।

ঢাকা-১৮ আসনে একটি মহল মিথ্যা অপপ্রচার চালাচ্ছে বলে অভিযোগ করে তিনি বলেন, মিথ্যাবাদীদের বিশ্বাস করবেন না। যারা মিথ্যা অপপ্রচার চালাচ্ছে, তাদের মনে রাখতে হবে— আমরা রাজনীতি করি মানুষের কল্যাণের জন্য। জনগণ যদি আপনাদের মিথ্যাবাদী মনে করে, তাহলে ভবিষ্যতে আর সুযোগ দেবে না।

জনগণের উদ্দেশে তিনি বলেন, আপনারা আমাকে চেনেন। গত ৩০ বছর ধরে এই এলাকায় রাজনীতি করছি। দুর্যোগ ও সংকটে আপনাদের পাশে থেকেছি। রাজনীতি করতে গিয়ে ৩২৯টি মামলা মোকাবিলা করেছি, জেল খেটেছি, নির্যাতনের শিকার হয়েছি— শুধুমাত্র আপনাদের কথা ভেবে।

তিনি আরো বলেন, আমার বিরুদ্ধে যদি কেউ মিথ্যা অপপ্রচার চালায়, আপনারা আগে যাচাই করবেন। যদি অপবাদ সত্য না হয়, তবে যারা অপপ্রচার চালায় তাদের বিরুদ্ধেই রুখে দাঁড়াবেন।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ

এলাকার খবর
Loading...