দেশের অন্যতম বৃহৎ ও আধুনিক আবাসন প্রকল্প রূপায়ণ সিটি উত্তরায় ৬ দিনব্যাপী ‘রূপায়ণ সিটি ইনভেস্টমেন্ট কার্নিভাল’ আগামীকাল সোমবার থেকে শুরু হচ্ছে। আগামী ২০ ডিসেম্বর পর্যন্ত চলা এই কার্নিভালে থাকবে বিশেষ অফার ও আকর্ষণীয় ইএমআই সুবিধা।
এই বিনিয়োগ উৎসবে আবাসন ও বাণিজ্যিক সম্পত্তিতে আগ্রহী ক্রেতাদের জন্য থাকছে বিশেষ মূল্যছাড়, স্পট বুকিং সুবিধা এবং সহজ কিস্তির (ইএমআই) সুযোগ।
কার্নিভালে রূপায়ণ সিটির বিভিন্ন প্রিমিয়াম প্রকল্প যেমন—রূপায়ণ স্কাই ভিলা, রূপায়ণ গ্র্যান্ড, রূপায়ণ ম্যাজেস্টিক এবং দেশের বৃহত্তম বাণিজ্যিক প্রকল্প রূপায়ণ ম্যাক্সাস মলের নির্বাচিত ইউনিট বুকিংয়ের সুযোগ থাকবে।
রূপায়ণ সিটি কর্তৃপক্ষ জানিয়েছে, বর্তমান বাজার বাস্তবতায় ক্রেতাদের জন্য নির্ভরযোগ্য, পরিকল্পিত ও দীর্ঘমেয়াদি বিনিয়োগের সুযোগ তৈরি করতেই এই কার্নিভালের আয়োজন। একই সঙ্গে প্রকল্প পরিদর্শন, লাইভ কনসালটেশন এবং তাৎক্ষণিক সিদ্ধান্ত গ্রহণে সহায়ক নানা সুবিধা রাখা হয়েছে।
কার্নিভাল চলাকালে আগত দর্শনার্থীদের জন্য থাকছে প্রকল্পভিত্তিক উপস্থাপনা, সীমিত সময়ের এক্সক্লুসিভ অফার এবং বিশেষ ক্রেতা সুবিধা।
আবাসন ও বাণিজ্যিক বিনিয়োগে আগ্রহীরা প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৯টা পর্যন্ত রূপায়ণ সিটি ক্লাব প্রাঙ্গণে এই ইনভেস্টমেন্ট কার্নিভালে অংশ নিতে পারবেন।


প্রথম রূপায়ণ আর্মড ফোর্সেস গলফ টুর্নামেন্ট উদ্বোধন