আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

কর্পোরেট গভর্ন্যান্সে উৎকর্ষতার স্বীকৃতি অর্জন করল ড্যাফোডিল কম্পিউটার্স

আমার দেশ অনলাইন

কর্পোরেট গভর্ন্যান্সে উৎকর্ষতার স্বীকৃতি অর্জন করল ড্যাফোডিল কম্পিউটার্স

দেশের অন্যতম শীর্ষ ও দীর্ঘদিনের আস্থাভাজন পাবলিক লিস্টেড আইসিটি প্রতিষ্ঠান ড্যাফোডিল কম্পিউটার্স পিএলসি (DCL) অর্জন করেছে ১২তম ICSB ন্যাশনাল অ্যাওয়ার্ড ফর কর্পোরেট গভর্ন্যান্স এক্সেলেন্স ২০২৪। এই সম্মাননা ড্যাফোডিল কম্পিউটার্সের স্বচ্ছতা, নৈতিক নেতৃত্ব, আইনগত সম্মতি এবং দায়িত্বশীল কর্পোরেট পরিচালনার দীর্ঘদিনের প্রতিশ্রুতির স্বীকৃতি।

ইনস্টিটিউট অব চার্টার্ড সেক্রেটারিজ অব বাংলাদেশ (ICSB) কর্তৃক আয়োজিত এই পুরস্কার প্রদান করা হয় একটি কঠোর ও স্বচ্ছ মূল্যায়ন প্রক্রিয়ার মাধ্যমে, যেখানে স্বাধীন টেকনিক্যাল কমিটি এবং আন্তর্জাতিক মানের জুরি বোর্ড—যার মধ্যে IFC-এর প্রতিনিধি অন্তর্ভুক্ত—চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করেন।

বিজ্ঞাপন

১৯৯০ সালে প্রতিষ্ঠিত এবং ২০০২ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত ড্যাফোডিল কম্পিউটার্স পিএলসি গত ৩৫ বছরেরও বেশি সময় ধরে শেয়ারহোল্ডার, বিনিয়োগকারী, নিয়ন্ত্রক সংস্থা এবং গ্রাহকদের আস্থা অর্জন করে আসছে। দেশের প্রথম লোকালি ব্র্যান্ডেড পিসি থেকে শুরু করে ড্যাফোডিল এডুকেশন নেটওয়ার্ক (DIU, DIPTI, Skill.jobs, GoEdu) গড়ে তোলার মাধ্যমে প্রতিষ্ঠানটি শিক্ষা, প্রযুক্তি ও মানবসম্পদ উন্নয়নে অনন্য ভূমিকা রেখেছে।

সোমবার (১৫ ডিসেম্বর) আয়োজিত আনুষ্ঠানিক অনুষ্ঠানে বাণিজ্য উপদেষ্টা শেখ বশির উদ্দিন প্রধান অতিথি হিসেবে এবং প্রধান উপদেষ্টার আন্তর্জাতিক বিষয়ক বিশেষ দূত লুৎফে সিদ্দিকী সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে বাংলাদেশ ব্যাংকের গভর্নর, ডেপুটি গভর্নর, বিএসইসি কমিশনারসহ সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

ড্যাফোডিল কম্পিউটার্স পিএলসির ব্যবস্থাপনা পরিচালক Md. Sabur Khan বলেন— এই স্বীকৃতি আমাদের দীর্ঘদিনের স্বচ্ছতা, জবাবদিহিতা ও নৈতিক ব্যবসা পরিচালনার প্রতিফলন। ড্যাফোডিল কম্পিউটার্স সবসময়ই আস্থার ওপর দাঁড়িয়ে কাজ করেছে এবং ভবিষ্যতেও বিনিয়োগকারী ও দেশের জন্য দায়িত্বশীলভাবে অবদান রেখে যাবে।

এই অর্জন ড্যাফোডিল কম্পিউটার্সকে একটি বিশ্বাসযোগ্য, স্থিতিশীল ও দীর্ঘমেয়াদি বিনিয়োগবান্ধব প্রতিষ্ঠান হিসেবে আরও সুদৃঢ় করল।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর

খুঁজুন