আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

বাংলাদেশে অটোমোবাইল খাতে নতুন অধ্যায় শুরু করল টয়োটা

আমার দেশ অনলাইন

বাংলাদেশে অটোমোবাইল খাতে নতুন অধ্যায় শুরু করল টয়োটা
ছবি: আমার দেশ।

বাংলাদেশে টয়োটা অটোমোবাইল খাতে একটি নতুন অধ্যায় শুরু করেছে, এখন টয়োটা বাংলাদেশ লিমিটেড নামে সরাসরি পরিবেশক নিয়োগ দেয়া হয়েছে। নতুন শো-রুম উদ্বোধন উপলক্ষে টয়োটা বাংলাদেশ লিমিটেড -এর ব্যবস্থাপনা পরিচালক প্রেমমিত সিং বলেন, আমাদের বৈশ্বিক ভিশন ‘বি দ্য রাইট ওয়ান’ অনুসরণ করে, আন্তর্জাতিক টয়োটা নেটওয়ার্কের একটি গুরুত্বপূর্ণ অংশ হিসেবে, একমাত্র টয়োটা বাংলাদেশ লিমিটেড, বাংলাদেশের গাড়িপ্রেমীদের পরিবর্তনশীল চাহিদা পূরণে ধারাবাহিকভাবে কাজ করবে।
এরই অংশ হিসেবে বাংলাদেশের গাড়িপ্রেমীদের জন্য আধুনিক ফিচার ও অত্যাধুনিক সুবিধা প্রদানের পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। ভবিষ্যতেও টয়োটা বাংলাদেশ লিমিটেড, যেকোনো ব্যবসায়িক পরিবেশে টেকসই প্রবৃদ্ধি অর্জনের লক্ষ্যে কার্যক্রম অব্যাহত রাখবে। লক্ষ্য অর্জনে টিমওয়ার্কের মাধ্যমে বাংলাদেশের গাড়িমালিকদের জন্য সর্বদা ‘বি দ্য রাইট ওয়ান’ হতে আমরা দৃঢ়ভাবে প্রতিশ্রুতিবদ্ধ।
পরিবর্তনশীল বিশ্বে টয়োটা-এর ধারাবাহিক অগ্রগতির মূল চালিকাশক্তি হলো গ্রুপ প্রতিষ্ঠানগুলোর দীর্ঘদিনের অভিজ্ঞতায় গড়ে ওঠা করপোরেট মূলনীতি, ‘লিভ ইন দ্য রিয়েল সাইট, ফেইস দ্য রিয়েলিটি অ্যান্ড অ্যাকোমপ্লিশ’। শীঘ্রই আরো চমকপ্রদ ঘোষণা আসছে। নতুন একমাত্র শোরুমের উদ্বোধন হলো সেই ধারাবাহিকতার শুরু মাত্র। শোরুমের ঠিকানা: ট্রেড ইন্টারকন্টিনেন্টাল, ২১৩/এ, বীর উত্তম মীর শওকত সড়ক, তেজগাঁ, ঢাকা।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর

খুঁজুন