আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

জাকসু নির্বাচন

ভিপি প্রার্থিতা ফিরে পেলেন অমর্ত্য রায়

আমার দেশ অনলাইন

ভিপি প্রার্থিতা ফিরে পেলেন অমর্ত্য রায়

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদের (জাকসু) নির্বাচনে ভিপি পদে প্রার্থিতা ফিরে পেলেন অমর্ত্য রায়।

বিজ্ঞাপন

মঙ্গলবার দুপুরে বিচারপতি মো. মজিবুর রহমান মিয়া ও বিচারপতি বিশ্বজিৎ দেবনাথের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।

গতকাল ৮ সেপ্টেম্বর ভিপি পদ ফিরে পেতে হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় রিট করেন অমর্ত্য রায়। তিনি বিশ্ববিদ্যালয়ের ২০১৭-২০১৮ সালের প্রত্নতত্ত্ব বিভাগের শিক্ষার্থী। তার দাবি ভিপি প্রার্থী থেকে তাকে অন্যায়ভাবে বাদ দেয়া হয়েছে। তবে জাকসুর গঠনতন্ত্র অনুযায়ী কোনো অনিয়মিত শিক্ষার্থী ভোটার হতে পারে না।

এর আগে ৭ সেপ্টেম্বর প্রার্থিতা ফেরত চেয়ে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ভিসি, রেজিস্ট্রার ও জাকসু নির্বাচনের প্রধান কমিশনারকে লিগ্যাল নোটিশ পাঠান অমর্ত্য। কিন্তু সাড়া না পাওয়ায় রিট করেন তিনি। এরই ধারাবাহিকতায় আজ শুনানি শেষে তার প্রার্থিতা ফেরত দিতে নির্দেশ দেন হাইকোর্ট।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন