দেশের চলমান অবস্থার প্রেক্ষিতে সতর্কতামূলক ব্যবস্থার অংশ হিসেবে সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্টে নিরাপত্তা জোরদার করা হয়েছে। শনিবার সকাল থেকে পুলিশের পাশাপাশি সেনাবাহিনী, বিজিবি ও র ্যাব সদস্যদেরও নিয়োজিত করা হয়।
কয়েকজন সিনিয়র আইনজীবী ও সুপ্রিম কোর্টের অ্যাটর্নি কর্মকর্তারা জানান, মুলত সুপ্রিম কোর্টের ভেতর শেখ মুজিবুরের থাকা ভাস্কর্যটি ভাংচুরের আশঙ্কায় এ নিরাপত্তা বাড়ানো হয়।
কোন প্রয়োজন ছাড়া আদালত প্রাঙ্গনে অবস্থান নিষিদ্ধ করা হয়েছে বলে আইন শৃঙ্খলা বাহিনীর কর্মকর্তারা আমার দেশকে জানিয়েছে।

