কুষ্টিয়ায় মানবতাবিরোধী অপরাধ

ইনুর বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি ২৩ অক্টোবর

স্টাফ রিপোর্টার
প্রকাশ : ১৪ অক্টোবর ২০২৫, ১৩: ৩৩

জুলাই-আগস্ট আন্দোলনে কুষ্টিয়ায় ৬ জনকে হত্যাসহ মানবতাবিরোধী অপরাধের মামলায় জাসদের সভাপতি হাসানুল হক ইনুর বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি আগামী ২৩ অক্টোবর নির্ধারণ করা হয়েছে।

বিজ্ঞাপন

মঙ্গলবার ইনুর আইনজীবী নাজনীন নাহার ট্রাইব্যুনালে দাঁড়িয়ে বলেন, এই মামলায় সর্বমোট ১৭শ’ পৃষ্ঠার অভিযোগপত্র পড়তে ও প্রিভিলেজ কমিউনিকেশনের জন্য তিনি ৮ সপ্তাহ সময় আবেদন করেন। পরে ট্রাইব্যুনাল ইনুর আইনজীবীকে তার আসামির সঙ্গে ৩ দিন ২ ঘণ্টা করে কথা বলার অনুমতি দেন। এছাড়াও অভিযোগ গঠনের শুনানির জন্য আগামী ২৩ অক্টোবর দিন ধার্য করেন আদালত।

বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এই আনুষ্ঠানিক অভিযোগ আমলে নিয়েছেন। ট্রাইব্যুনালের অপর দুই সদস্য হলেন— বিচারক মো. মঞ্জুরুল বাছিদ ও নূর মোহাম্মদ শাহরিয়ার কবীর।

এছাড়া মানবতাবিরোধী অপরাধের আরেক অভিযোগে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফসহ ৪ জনকে ২৩ অক্টোবরের মধ্যে ট্রাইব্যুনালে হাজির হতে পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশের নির্দেশ দিয়েছেন ট্রাইব্যুনাল।

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত