আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

৫ আগস্ট চাঁনখারপুলে গণহত্যার তদন্ত প্রতিবেদন ট্রাইব্যুনালে

স্টাফ রিপোর্টার

৫ আগস্ট চাঁনখারপুলে গণহত্যার তদন্ত প্রতিবেদন ট্রাইব্যুনালে

শেখ হাসিনার পতনের দিন ৫ আগস্ট রাজধানীর চাঁনখারপুলে ছাত্র-জনতার আন্দোলনে গুলিবর্ষণ ও কয়েকজনকে হত্যার ঘটনার খসড়া তদন্ত প্রতিবেদন প্রসিকিউশনে জমা দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার দুপুরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম এতথ্য জানান। তিনি বলেন, ঈদের পর এই তদন্ত প্রতিবেদন ট্রাইব্যুনালে দাখিল করা হবে।

বিজ্ঞাপন

তাজুল ইসলাম বলেন, ৫ আগস্ট গেন্ডারিয়ার বাসা থেকে গোপনে বেরিয়ে আন্দোলনে যোগ দেয় দশম শ্রেণির ছাত্র আনাস। চাঁনখারপুলে গুলিবিদ্ধ হয়ে সে মারা যায়। আমরা কিছু ভিডিও পেয়েছি, যেখানে দেখা যায় আর্মড পুলিশ ব্যাটালিয়ন অলিগলিতে ঢুকে গুলি চালিয়েছে।

চিফ প্রসিকিউটর বলেন, আনাস বাসা থেকে গোপনে বের হওয়ার সময় তার স্কুলের খাতায় বাবা-মায়ের উদ্দেশে একটি চিঠি লিখে আসে। চিঠিতে আনাস লিখেছিল, ‘আমি যদি বেঁচে না ফিরি, তবে গর্বিত হইয়ো। জীবনে প্রতিটি ভুলের জন্য ক্ষমা চাই। এ ঘটনায় তার বাবা পলাশ শেখ হাসিনাসহ ২৫ জনের বিরুদ্ধে অভিযোগ দাখিল করেন।

তিনি জানান, জুলাই-আসস্টে আশুলিয়ায় গণহত্যা মামলার তদন্ত প্রতিবেদন ২৮ এপ্রিলের মধ্যে জমা দেওয়ার নির্দেশ দিয়েছেন ট্রাইব্যুনাল।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন