আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

শেখ হাসিনার উপ-প্রেস সচিব খোকন ও তার স্ত্রীর আয়কর নথি জব্দ

স্টাফ রিপোর্টার
শেখ হাসিনার উপ-প্রেস সচিব খোকন ও তার স্ত্রীর আয়কর নথি জব্দ

জুলাই আন্দোলনে ভারতে পালিয়ে যাওয়া সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাবেক উপ-প্রেস সচিব-১ আশরাফুল আলম খোকন ও তার স্ত্রী রিজওয়ানা নূরের আয়কর নথি জব্দের আদেশ দিয়েছেন ঢাকার একটি আদালত।

বিজ্ঞাপন

বৃহস্পতিবার দুদকের পৃথক দুটি আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকা মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ সাব্বির ফয়েজ এ আদেশ দেন। দুদকের পক্ষে আবেদনগুলো করেছেন সংস্থার সহকারি পরিচালক আবুল কালাম আজাদ। আজ বৃহস্পতিবার দুদকের এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

দুদকের আবেদনে বলা হয়েছে, মুহাম্মদ আশরাফুল আলম (খোকন) ও তার স্ত্রী রিজওয়ানা নূরের বিরুদ্ধে সরকারি ক্ষমতার অপব্যবহারপূর্বক নিজ নামে-বেনামে অবৈধ সম্পদ অর্জন ও দখলে রাখা এবং তাদের নামীয় তিনটি ব্যাংক হিসাবে সন্দেহজনক অর্থ লেনদেন করে তা হস্তান্তর, রূপান্তর ও স্থানান্তর করার অভিযোগ তদন্তাধীন রয়েছে।

মামলার সুষ্ঠু তদন্তের স্বার্থে তাদের আয়কর নথির স্থায়ী অংশ, বিবিধ অংশ ও এ্যাসেসমেন্ট প্রতিবেদন (যদি থাকে) এবং নোটসিটসহ সংশ্লিষ্ট যাবতীয় রেকর্ডপত্র ও তথ্যাদি এবং অফিস আদেশের অংশ সংগ্রহপূর্বক পর্যালোচনা করা একান্ত প্রয়োজন।

এছাড়া, আশরাফুল আলম খোকন ও তার স্ত্রী রিজওয়ানা নূরের আয়কর নথির শুরু হতে ২০২৪-২০২৫ করবর্ষ পর্যন্ত আয়কর নথির স্থায়ী অংশ, বিবিধ অংশ ও এ্যাসেসমেন্ট প্রতিবেদন (যদি থাকে) এবং নোটসিটসহ সংশ্লিষ্ট যাবতীয় রেকর্ডপত্র/তথ্যাদি এবং অফিস আদেশের অংশ পর্যালোচনা পূর্বক সাক্ষ্য-স্মারক প্রদানের লক্ষ্যে সত্যায়িত ফটোকপি (একসেট) এবং মামলার আলামত হিসাবে জব্দকরণের লক্ষ্যে আদেশ দানের প্রার্থনা করা হয়েছে।

উল্লেখ্য, একটি চ্যানেলে রিপোর্টার হিসাবে কর্মরত ছিলেন খোকন। উপ-প্রেস সচিব হওয়ার পর তিনি অবৈধভাবে অর্থ উপার্জন বিপুল সম্পদের মালিক বনে যান। দুদক তার সম্পদের অনুসন্ধানের জন্য একাধিক টিম মাঠে কাজ করছে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
খুঁজুন