মডেল মেঘনার জামিন নামঞ্জুর

স্টাফ রিপোর্টার
প্রকাশ : ২৪ এপ্রিল ২০২৫, ১৮: ১৯

রাজধানীর ধানমণ্ডি থানার প্রতারণা ও চাঁদাবাজির অভিযোগে করা মামলায় হানি ট্র্যাপের হোতা মডেল মেঘনা আলমের জামিন নামঞ্জুর করেছেন আদালত।

বিজ্ঞাপন

বৃহস্পতিবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মাসুমা রহমানের আদালত তার এই জামিন নামঞ্জুর করেন।

আদালত সূত্রে জানায়, এদিন মেঘনা আলমের পক্ষে তার আইনজীবী মহসিন রেজা, আইনজীবী মহিমা বাঁধন ও ব্যারিস্টার সাদমান সাকিব আদালতে জামিন শুনানি করে বলেন, এ মামলায় তার বিরুদ্ধে সুনির্দিষ্ট কোন অভিযোগ নেই। যেই অভিযোগ আনা হয়েছে, সেটা ভিত্তিহীন। শুধু হেয় পতিপন্ন করতেই এ মামলা দায়ের করা হয়েছে। তিনি মহিলা বিবেচনায় জামিন পেতে পারেন। আমরা যেকোন শর্তে তার জামিন প্রার্থনা করছি।

শুনানি শেষে তার জামিন নামঞ্জুর করেন আদালত। এ মামলায় গত ১৭ এপ্রিল এ মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়।

এর আগে গত ৯ এপ্রিল রাতে মডেল মেঘনা আলমকে ঢাকার বসুন্ধারার বাসা থেকে আটক করে হেফাজতে নেয় ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। পরদিন ১০ এপ্রিল রাতে তাকে বিশেষ ক্ষমতা আইনে ৩০ দিন আটক রাখার আদেশ দেন আদালত।

মামলায় অভিযোগ করা হয়, মেঘনা আলম, দেওয়ান সমিরসহ অজ্ঞাতনামা ২/৩ জন একটি সংঘবদ্ধ প্রতারক চক্রের সক্রিয় সদস্য। তারা বিভিন্ন সুন্দরী মেয়েদের দিয়ে বাংলাদেশে কর্মরত বিভিন্ন বিদেশি রাষ্ট্রের কূটনীতিক, প্রতিনিধি ও দেশীয় ধণাঢ্য ব্যবসায়ীদের প্রেমের ফাঁদে ফেলে অবৈধ সম্পর্ক স্থাপন করে। পরে কৌশলে বিভিন্ন উপায়ে অবৈধ পথ অবলম্বন করে ভয় দেখিয়ে অর্থ আদায় করে আসছিল চক্রটি।

মডেল ও মিস বাংলাদেশ ফাউন্ডেশনের চেয়ারম্যান মেঘনা আলম ২০২০ সালের ৫ অক্টোবর মিস আর্থ বাংলাদেশ প্রতিযোগিতায় বিজয়ী হয়েছিলেন।

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত