জুলাই বিপ্লবে প্রকাশ্যে গুলি

ফতুল্লা আ.লীগ সহসভাপতির বিরুদ্ধে ট্রাইব্যুনালে মামলা

স্টাফ রিপোর্টার
প্রকাশ : ২৯ মে ২০২৫, ২০: ৪৩

রাজধানীর যাত্রাবাড়ী ও নারায়ণগঞ্জের সাইনবোর্ড এলাকায় বৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্র-জনতাকে হতাহতের ঘটনায় ফতুল্লার আওয়ামী লীগ নেতা মোস্তফা কামালের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মামলা হয়েছে। জুলাই বিপ্লবে সাইনবোর্ড এলাকায় আহত হওয়া আব্বাস উদ্দিন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে এই মামলা করেন।

বিজ্ঞাপন

আব্বাস উদ্দিন আমার দেশকে বলেন, ‘দুর্ধর্ষ সন্ত্রাসী ও আওয়ামী লীগ নেতা মোস্তফা কামাল যাত্রাবাড়ী, শনিরআখড়া ও সাইনবোর্ড এলাকায় তার বাহিনী নিয়ে আন্দোলনকারী ছাত্র-জনতার ওপর আগ্নেয়াস্ত্র নিয়ে হামলা চালায়। এতে বহু শিক্ষার্থী-আন্দোলনকারী গুরুতর আহত হন। সাইনবোর্ড এলাকায় ৬৬ নম্বর ওয়ার্ডে সরকারি জায়গায় দখল করা ‘গোল্ডেন ফাইবার’ নামক ভবন থেকে ফতুল্লা থানা আওয়ামী লীগের সহসভাপতি মোস্তফা কামালকে ছাত্র-জনতার ওপর প্রকাশ্যে গুলি করতে দেখা যায়।

ট্রাইব্যুনালে এলাকাবাসীরা অভিযোগ করেন, মোস্তফা কামালের নেতৃত্বে সন্ত্রাসীরা ১৯ জুলাই ছাত্র-জনতার ওপর হামলা করলে নিউটাউন এলাকার বাসিন্দা মাদরাসাছাত্র ইব্রাহিম সাইনবোর্ড এলাকায় মারা যান। সে সময় সন্ত্রাসীদের এলোপাতাড়ি হামলায় অনেক ছাত্র-জনতা মারাত্মক আহত হন। আন্দোলনের সময় আওয়ামী লীগ নেতা মোস্তফা কামাল তার প্রতিষ্ঠান গোল্ডেন ফাইবারের সিসিটিভি ফুটেজ পুলিশকে দিয়ে ছাত্র-জনতাকে ব্যাপক গ্রেপ্তার ও হয়রানি করেন।

শামীম ওসমানের সহযোগী ছিলেন মোস্তফা কামাল। ৫ আগস্টের পর তার ‘গোল্ডেন ফাইবার’ প্রতিষ্ঠানটি জ্বালিয়ে দেওয়া হয়। কিন্তু সম্প্রতি তিনি ও তার সহযোগীরা আবারও এলাকায় তৎপরতা শুরু করার চেষ্টা করছেন।

এ বিষয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর বিএম সুলতান মাহমুদ জানান, সাইনবোর্ড এলাকায় জুলাই গণআন্দোলনের সময় ছাত্র-জনতার ওপর হামলাকারী দলের মূলহোতা ফতুল্লা আওয়ামী লীগ নেতা মোস্তফা কামালকে গ্রেপ্তারের চেষ্টা চলছে। আমাদের কাছে অভিযোগ এসেছে তিনি নাকি আবারও এলাকায় আসার চেষ্টা করছেন। বিএম সুলতান মাহমুদ আরো বলেন, ‘আমরা প্রসিকিউশনের পক্ষ থেকে ভুক্তভোগীদের অভিযোগের পরিপ্রেক্ষিতে মূল দোসরদের ধরার জন্য আইনশৃঙ্খলা বাহিনীকে নির্দেশ দিয়েছি।’

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত