জুলাই বিপ্লবে রাজধানীর রামপুরায় ২৮ জনকে হত্যায় ঘটনায় বিজিবি কর্মকর্তা লেফটেন্যান্ট কর্নেল রেদোয়ানুল ইসলাম ও মেজর মো. রাফাত বিন আলমসহ চার আসামির বিরুদ্ধে আনুষ্ঠানিকভাবে অভিযোগ গঠনের মধ্যেদিয়ে বিচার শুরু হয়েছে। একইসঙ্গে সূচনা বক্তব্যের জন্য ২০ জানুয়ারি দিন ধার্য করা হয়েছে।
বুধবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ চেয়ারম্যান গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের ট্রাইব্যুনাল আসামিদের অভিযোগ থেকে অব্যাহতির আবেদন নাকচ করে এ আদেশ দেন। ট্রাইব্যুনালের অপর দুই সদস্য হলেন বিচারপতি শফিউল আলম মাহমুদ এবং অবসরপ্রাপ্ত জেলা ও দায়রা জজ মোহিতুল হক এনাম চৌধুরী।
আজ মামলার গ্রেপ্তার দুই আসামি বিজিবি কর্মকর্তা লেফটেন্যান্ট কর্নেল রেদোয়ানুল ইসলাম ও বিজিবির সাবেক কর্মকর্তা মেজর মো. রাফাত বিন আলমকে কারাগার থেকে ট্রাইব্যুনালে হাজির করা হয়। এরপর তাদের বিরুদ্ধে প্রসিকিশনের আনা ছয়টি অভিযোগ পড়ে শোনান বিচারপতি শফিউল আলম মাহমুদ। পরে উপস্থিত আসামির উদ্দেশ্যে ট্রাইব্যুনাল বলেন, আপনারা অপরাধ স্বীকার করেন কিনা? আসামিরা উভয়ে নিজেকে নির্দোষ দাবি করেন এবং আদালতের কাছে ন্যায় বিচারের দাবি জানান। এরপর আসামিদের বিরুদ্ধে আনুষ্ঠানিক বিচার শুরুর আদেশ দেয় ট্রাইব্যুনাল।
এই মামলার অপর দুই আসামি ডিএমপির খিলগাঁও অঞ্চলের সাবেক অতিরিক্ত উপ-কমিশনার (এডিসি) মো. রাশেদুল ইসলাম ও রামপুরা থানার সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মশিউর রহমান পলাতক রয়েছেন।
এর আগে গত ৬ ডিসেম্বর চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম এ মামলায় আনুষ্ঠানিক অভিযোগ গঠনের ওপর শুনানি শেষ করেন।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

