হাইকোর্টের রুল
স্টাফ রিপোর্টার
ফরিদপুর-৪ আসনের ভাঙ্গা উপজেলা থেকে দুই ইউনিয়ন বাদ দিয়ে ফরিদপুর-২ আসনে যুক্ত করে গেজেট প্রকাশ কেন অবৈধ ও বেআইনি ঘোষণা করা হবে না তা জানতে চেয়ে রুল জারি করেছে হাইকোর্ট।
একইসঙ্গে জাতীয় সংসদের সীমানা নির্ধারণী আইন ২০২১-এর ৭ ধারা এবং বাংলাদেশ সংবিধানের ১২৫(ক) অনুচ্ছেদ কেন অসাংবিধানিক ঘোষণা করা হবে না তাও জানতে চাওয়া হয়েছে এ রুলে।
এ সংক্রান্ত রিটের প্রাথমিক শুনানি নিয়ে গতকাল মঙ্গলবার বিচারপতি মো. মজিবুর রহমান মিয়া ও বিচারপতি বিশ্বজিৎ দেবনাথের সমন্বয়ে গঠিত বেঞ্চ এ রুল জারি করেন। নির্বাচন কমিশন, আইন সচিব, জাতীয় সংসদ সচিবসহ সংশ্লিষ্টদের ১০ দিনের মধ্যে রুলের জবাব দিতে বলা হয়েছে।
আদালতে রিটের পক্ষে শুনানিতে ছিলেন ব্যারিস্টার হুমায়ুন কবির পল্লব। তিনি জানান, আদালত রুল দিয়েছেন। সংবিধানের ১২৫(ক) অনুচ্ছেদ, জাতীয় সংসদের সীমানা নির্ধারণী আইনের ধারা ৭ ও গেজেট বিষয়ে রুল দেওয়া হয়েছে।
নির্বাচন কমিশন গত ৪ সেপ্টেম্বর জাতীয় সংসদের ৩০০ আসনের পুনর্নির্ধারিত সীমানার চূড়ান্ত তালিকা প্রকাশ করে গেজেট বা প্রজ্ঞাপন জারি করে। সেখানে ফরিদপুর-৪ (ভাঙ্গা, সদরপুর ও চরভদ্রাসন) আসন থেকে আলগী ও হামিরদী ইউনিয়নকে বাদ দিয়ে সেগুলোকে ফরিদপুর-২ (নগরকান্দা ও সালথা) আসনের সঙ্গে যুক্ত করা হয়।
এর পরিপ্রেক্ষিতে নির্বাচন কমিশনকে ৪৮ ঘণ্টার মধ্যে গেজেট বাতিল করার জন্য আইনি নোটিশ দেওয়া হয়। কিন্তু সেই নোটিশের পরও কোনো পদক্ষেপ না নেওয়ায় হাইকোর্টে রিট করা হয়। গেজেট চ্যালেঞ্জ করে গত ৯ সেপ্টেম্বর রিটটি করেন ত্রয়োদশ সংসদ নির্বাচনে বিএনপির মনোনয়ন-প্রত্যাশী মো. শহিদুল ইসলাম বাবুল, সুপ্রিম কোর্টের আইনজীবী মো. মাহবুবুর রহমান দুলালসহ পাঁচজন।
রিটকারীদের আইনজীবী হুমায়ুন বলেন, নির্বাচন কমিশন আগামী ত্রয়োদশ সংসদ নির্বাচনের জন্য আসনের চূড়ান্ত সীমানা নির্ধারণ করে প্রজ্ঞাপন জারি করেছে। এতে চরভদ্রাসন, সদরপুর ও ভাঙ্গা উপজেলার একটি অংশকে নিয়ে ফরিদপুর-৪ আসনের সীমানা নির্ধারণ করা হয়। একইসঙ্গে ভাঙ্গা উপজেলা থেকে দুটি ইউনিয়নকে বিচ্ছিন্ন করে পাশের সংসদীয় আসন ফরিদপুর-২-এর সঙ্গে সংযুক্ত করা হয়।
তাই কমিশনের প্রজ্ঞাপন চ্যালেঞ্জ করে রিটটি করা হয় জানিয়ে হুমায়ুন বলেন, একইসঙ্গে জাতীয় সংসদের সীমানা নির্ধারণী আইন ২০২১-এর ৭ ধারা এবং বাংলাদেশ সংবিধানের ১২৫(ক) অনুচ্ছেদ চ্যালেঞ্জ করা হয়। কমিশন ২০০৮ সালে সংশ্লিষ্ট আইন ভেঙে দুটি সংসদীয় আসন (ফরিদপুর-৪ এবং ফরিদপুর-৫) একত্রিত করে তিনটি উপজেলার সমন্বয়ে একটি আসন (ফরিদপুর-৪) করে। রিট আবেদনকারীরা দুটি আসন পুনর্বহালের জন্য আবেদন করলেও কমিশন তা নামঞ্জুর করে। সেই সঙ্গে অবৈধভাবে ভাঙ্গা উপজেলা থেকে দুটি ইউনিয়ন বিচ্ছিন্ন করে পাশের ফরিদপুর-২ আসনের সঙ্গে সংযুক্ত করে, যা ২০২১ সালের সীমানা নির্ধারণী আইনের স্পষ্ট লঙ্ঘন।
ফরিদপুর-৪ আসনের ভাঙ্গা উপজেলা থেকে দুই ইউনিয়ন বাদ দিয়ে ফরিদপুর-২ আসনে যুক্ত করে গেজেট প্রকাশ কেন অবৈধ ও বেআইনি ঘোষণা করা হবে না তা জানতে চেয়ে রুল জারি করেছে হাইকোর্ট।
একইসঙ্গে জাতীয় সংসদের সীমানা নির্ধারণী আইন ২০২১-এর ৭ ধারা এবং বাংলাদেশ সংবিধানের ১২৫(ক) অনুচ্ছেদ কেন অসাংবিধানিক ঘোষণা করা হবে না তাও জানতে চাওয়া হয়েছে এ রুলে।
এ সংক্রান্ত রিটের প্রাথমিক শুনানি নিয়ে গতকাল মঙ্গলবার বিচারপতি মো. মজিবুর রহমান মিয়া ও বিচারপতি বিশ্বজিৎ দেবনাথের সমন্বয়ে গঠিত বেঞ্চ এ রুল জারি করেন। নির্বাচন কমিশন, আইন সচিব, জাতীয় সংসদ সচিবসহ সংশ্লিষ্টদের ১০ দিনের মধ্যে রুলের জবাব দিতে বলা হয়েছে।
আদালতে রিটের পক্ষে শুনানিতে ছিলেন ব্যারিস্টার হুমায়ুন কবির পল্লব। তিনি জানান, আদালত রুল দিয়েছেন। সংবিধানের ১২৫(ক) অনুচ্ছেদ, জাতীয় সংসদের সীমানা নির্ধারণী আইনের ধারা ৭ ও গেজেট বিষয়ে রুল দেওয়া হয়েছে।
নির্বাচন কমিশন গত ৪ সেপ্টেম্বর জাতীয় সংসদের ৩০০ আসনের পুনর্নির্ধারিত সীমানার চূড়ান্ত তালিকা প্রকাশ করে গেজেট বা প্রজ্ঞাপন জারি করে। সেখানে ফরিদপুর-৪ (ভাঙ্গা, সদরপুর ও চরভদ্রাসন) আসন থেকে আলগী ও হামিরদী ইউনিয়নকে বাদ দিয়ে সেগুলোকে ফরিদপুর-২ (নগরকান্দা ও সালথা) আসনের সঙ্গে যুক্ত করা হয়।
এর পরিপ্রেক্ষিতে নির্বাচন কমিশনকে ৪৮ ঘণ্টার মধ্যে গেজেট বাতিল করার জন্য আইনি নোটিশ দেওয়া হয়। কিন্তু সেই নোটিশের পরও কোনো পদক্ষেপ না নেওয়ায় হাইকোর্টে রিট করা হয়। গেজেট চ্যালেঞ্জ করে গত ৯ সেপ্টেম্বর রিটটি করেন ত্রয়োদশ সংসদ নির্বাচনে বিএনপির মনোনয়ন-প্রত্যাশী মো. শহিদুল ইসলাম বাবুল, সুপ্রিম কোর্টের আইনজীবী মো. মাহবুবুর রহমান দুলালসহ পাঁচজন।
রিটকারীদের আইনজীবী হুমায়ুন বলেন, নির্বাচন কমিশন আগামী ত্রয়োদশ সংসদ নির্বাচনের জন্য আসনের চূড়ান্ত সীমানা নির্ধারণ করে প্রজ্ঞাপন জারি করেছে। এতে চরভদ্রাসন, সদরপুর ও ভাঙ্গা উপজেলার একটি অংশকে নিয়ে ফরিদপুর-৪ আসনের সীমানা নির্ধারণ করা হয়। একইসঙ্গে ভাঙ্গা উপজেলা থেকে দুটি ইউনিয়নকে বিচ্ছিন্ন করে পাশের সংসদীয় আসন ফরিদপুর-২-এর সঙ্গে সংযুক্ত করা হয়।
তাই কমিশনের প্রজ্ঞাপন চ্যালেঞ্জ করে রিটটি করা হয় জানিয়ে হুমায়ুন বলেন, একইসঙ্গে জাতীয় সংসদের সীমানা নির্ধারণী আইন ২০২১-এর ৭ ধারা এবং বাংলাদেশ সংবিধানের ১২৫(ক) অনুচ্ছেদ চ্যালেঞ্জ করা হয়। কমিশন ২০০৮ সালে সংশ্লিষ্ট আইন ভেঙে দুটি সংসদীয় আসন (ফরিদপুর-৪ এবং ফরিদপুর-৫) একত্রিত করে তিনটি উপজেলার সমন্বয়ে একটি আসন (ফরিদপুর-৪) করে। রিট আবেদনকারীরা দুটি আসন পুনর্বহালের জন্য আবেদন করলেও কমিশন তা নামঞ্জুর করে। সেই সঙ্গে অবৈধভাবে ভাঙ্গা উপজেলা থেকে দুটি ইউনিয়ন বিচ্ছিন্ন করে পাশের ফরিদপুর-২ আসনের সঙ্গে সংযুক্ত করে, যা ২০২১ সালের সীমানা নির্ধারণী আইনের স্পষ্ট লঙ্ঘন।
আইনজীবী ড. শরীফ ভূঁইয়া জানান, “ত্রয়োদশ সংশোধনীর মাধ্যমে তত্ত্বাবধায়ক সরকার গঠনের যে বিধান সংবিধানে অন্তর্ভুক্ত করা হয়েছে তার একটি ৫৮’র সি ধারা, যেখানে বলা আছে, তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা গঠিত হবে সংসদ ভেঙে দেয়ার পনের দিনের মধ্যে। অর্থাৎ তত্ত্বাবধায়ক সরকার গঠন করতে হলে এটা শুধুমাত্র সংসদ ভেঙে ..
৩২ মিনিট আগেগত অগাস্টে নিম্ন মাধ্যমিক, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক স্তরের বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের গভর্নিং বডি ও ম্যানেজিং কমিটি প্রবীধানমালা-২০২৪ সংশোধন করে ম্যানেজিং কমিটি এবং গভর্নিং বডির সভাপতি পদে শুধু সরকারি কর্মকর্তাদের জন্য সংরক্ষণ করে প্রজ্ঞাপন জারি করেছিল অন্তবর্তীকালীন সরকার।
৪০ মিনিট আগেজুলাই গণ-অভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলার আসামি পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল-মামুন নিজের অপরাধ গোপন করে অন্যের ঘাড়ে বন্দুক রেখে বাঁচার জন্য অ্যাপ্রুভার হয়েছেন।
৩ ঘণ্টা আগেআবেদনে বলা হয়, সেলিম প্রধান দেশের মানুষের নিরাপত্তা বিঘ্ন ঘটানো ও বিশৃঙ্খলা সৃষ্টি প্রয়াসে একটি নিষিদ্ধ ঘোষিত সংগঠনের অর্থযোগানদাতা, পরামর্শদাতা ও নির্দেশদাতা হিসেবে সক্রিয়ভাবে দেশবিরোধী প্রচারণায় অংশগ্রহণ করে। সে নিষিদ্ধ ঘোষিত সংগঠনের সক্রিয় সদস্য বলে প্রাথমিক তদন্তে জানা গেছে।
৪ ঘণ্টা আগে