সাবেক মেয়র তাপসের তিন ব্যাংক হিসাব জব্দ

স্টাফ রিপোর্টার
প্রকাশ : ০৯ অক্টোবর ২০২৫, ১৭: ১৮

দুর্নীতির মামলায় থাকা ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের সাবেক মেয়র শেখ ফজলে নূর তাপসের নামে থাকা তিনটি ব্যাংক হিসাবে থাকা ১৭ লাখ ৯০ হাজার ৮৯১ টাকা অবরুদ্ধের আদেশ দিয়েছে আদালত।

বিজ্ঞাপন

বৃহস্পতিবার ঢাকা মহানগর সিনিয়র স্পেশাল জজ সাব্বির ফয়েজের আদালত এ আদেশ দেন। দুদকের জনসংযোগ কর্মকর্তা আকতারুল ইসলাম এ-তথ্য নিশ্চিত করেন।

তিনি বলেন, তিন ব্যাংক হিসাবের মধ্যে প্রিমিয়ার ব্যাংকে ১৭ লাখ ৮১ হাজার টাকা, বাংলাদেশ কৃষি ব্যাংকে ২২৪১ টাকা এবং প্রাইম ব্যাংকে ৭৬৪৯ টাকা রয়েছে। এদিন দুদকের পক্ষে সংস্থাটির সহকারী পরিচালক ফেরদৌস রহমান এসব ব্যাংক হিসাব অবরুদ্ধ চেয়ে আবেদন করেন।

আবেদনে বলা হয়, শেখ ফজলে নূরর তাপস সংসদ সদস্য ও মেয়র হিসেবে দায়িত্ব পালনকালে ক্ষমতার অপব্যবহার করে দুর্নীতির মাধ্যমে তার জ্ঞাত আয়ের উৎসের সাথে অসঙ্গতিপূর্ণ ৭৩ কোটি ১৯ লাখ ৬৭ হাজান ৩৭ টাকা মূল্যের সম্পদের মালিকানা অসাধু উপায়ে অর্জন করেক দখলে রেখে এবং তার নামীয় ২৭টি ব্যাংক হিসাবে জ্ঞাত আয়ের উৎসের সাথে অসঙ্গতিপূর্ণ ৫৩৯ কোটি ১৬ লাখ ২৫ হাজার ২৭৮ টাকা এবং ৫ লাখ ১৭ হাজার ৫২৭ মার্কিন ডলার অস্বাভাবিক ও সন্দেহজনক লেনদেনের মাধ্যমে অপরাধলব্ধ অবৈধ অর্থ জ্ঞাতসারে হস্তান্তর ও স্থানান্তরের অভিযোগে দুদক মামলা করে। তার অর্জিত সকল সম্পদ সুনির্দিষ্টভাবে চিহ্নিত করা যায় নি। তবে এখন পর্যন্ত প্রাপ্ত তার নামীয় এসব অস্থাবর সম্পদ যাতে অন্যত্র হস্তস্তর ও স্থানান্তর করতে না পারেন সেজন্য এসব ব্যাংক হিসাব অবরুদ্ধ করা প্রয়োজন।

তদন্ত-কালে বিশ্বস্তসূত্রে জানা যায়, তাপস তার নামীয় এসব অস্থাবর সম্পদসমূহ অন্যত্র হস্তান্তর, স্থানান্তর বা বেহাত করার প্রচেষ্টা করছেন। মামলা নিষ্পত্তির পূর্বে এসব সম্পদ হস্তান্তর বা স্থানান্তর হয়ে গেলে রাষ্ট্রের সমূহ ক্ষতির কারণ রয়েছে। এজন্য এসব সম্পদসমূহ অবিলম্বে অবরুদ্ধ করা একান্ত প্রয়োজন। শুনানি শেষে আবেদন মঞ্জুর করে এ আদেশ দেন আদালত।

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত